আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আরও এক প্রাচীন ও আশ্চর্য স্থাপত্যের বিলুপ্তির প্রহর গুনছে বিশ্ব। এক্ষেত্রেও ঘাতক সেই তথাকথিত সভ্য মানুষ। ধ্বংসের পথে দ্য গ্রেট ওয়াল অফ চায়না। বেশি দিন নয়। অদূর ভবিষ্যতেই একেবারে বিলীন হয়ে যাবে চিনের আশ্চর্য প্রাচীর। সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতোমধ্যেই।
রিপোর্ট বলছে, এখনই ৩০ শতাংশ বিলুপ্ত হয়ে গিয়েছে চিনের প্রাচীর। বাকি অংশ শেষ হতেও আর বেশি সময় লাগবে না বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে রিপোর্টে।
ইউনোস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে প্রথমসারিতেই রয়েছে চিনের প্রাচীর। মিং শাসকদের যুগে তৈরি করা হয়েছিল এই বিস্ময় প্রাচীর। উদ্দেশ্য ছিল, শত্রুপক্ষের আক্রমণ প্রতিরোধ ও সিল্ক রুট দিয়ে চলা বাণিজ্য ও পরিবহণ নিয়ন্ত্রণ করা। বলা হয়, এই প্রাচীরের উপরের পথ এতটাই চওড়া যে চারজন অশ্বারোহী পাশাপাশি যেতে পারেন। আরও বিস্ময়ের বিষয় হল, এই প্রাচীরের নির্মাণ।