বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৮:১১

এমপি ইয়াহ্ইয়াকে এরশাদের শো’কজ

এমপি ইয়াহ্ইয়াকে এরশাদের শো’কজ

নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে শোকজ করা হয়েছে। বৃস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম দপ্তর সম্পাদক জুয়েল আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

তাঁর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত চিঠিতে ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়াকে কারণ দর্শানোর নোটিশের বিষয়টি জানানো হয়েছে। এরশাদ স্বাক্ষরিত ওই নোটিশে সংসদ সদস্য এহিয়াকে উদ্দেশ্য করে উল্লেখ করা হয়েছে, ‘গত ৮ জুলাই জেলা জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য তাজ রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সিলেট জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে ওই ইফতার মাহফিলে আপনাকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

কিন্তু আমার নির্দেশে পার্টির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা ইফতারে অংশ নিলেও আপনি ইফতার পার্টিতে অংশ না নিয়ে দলবল নিয়ে সার্কিট হাউজের দরজা ভাঙচুরসহ অসংখ্য নেতাকর্মীদের মারধর করেন। যার কারণে জাতীয় পার্টির ১৮ নেতাকর্মী গ্রেফতার হয় এবং পার্টির নেতাকর্মীর নামে একটি মামলা রুজু হয়। এছাড়াও আপনি ওইদিন জেলা জাতীয় পার্টির ইফতারকে পণ্ড করার জন্য অন্য জায়গায় আরেকটি ইফতার মাহফিলের আয়োজন করেন।

আপনার উপরোক্ত কার্যক্রম কেন দলীয় শৃঙ্খলা পরিপন্থি হবে না তা আগামী ৭ দিনের মধ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতরে লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। নোটিশের জবাব না দিলে এহিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024