বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:০০

বিজিবি সিলেটে-৫ এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বিজিবি সিলেটে-৫ এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেটে ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার দুপুরে নগরীর আখালিয়াস্থ বিজিবি দপ্তরে কেক কেটে দিনটি উদপ্পন করা হয়।

১৯৫৫ সালের ২৩ আগষ্ট দিনাজপুর জেলার অন্তর্গত পারবতীপুর নামক স্থানে ৫ উইং নামে এ ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লাভ করে। ১৯৭১ সালে আমাদের ঐতিহাসিক স্বাধীনতা সুদ্ধে এ উইং এর ২৭৯ জন সদস্য স্বক্রিয় অংশগ্রহণ করে এবং দীর্ঘ ৯ মাস যুদ্ধে ২৫ জন বীর সৈনিক প্রাণ বিসর্জন এর মাধ্যমে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে শহীদের মর্যাদা লাভ করেন।

এছাড়াও ১৯৮৯ সালের ৬ মে রাঙ্গামাটি সেক্টরের লৌহগং নামক স্থানে শান্তিবাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষে এ ব্যাটালিয়নের ৫ জন সৈনিক শাহাদৎ বরন করেন এবং ৩ জন সৈনিক আহত হয়। এ ব্যাটালিয়ন বিভিন্ন খেলাধুলা, সীমান্ত রক্ষা, আভ্যন্তরীন শান্তি শৃঙ্খলা রক্ষায় নির্বাচনীয় কর্তব্য পালনে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে গৌরব অর্জন করেছে।

উল্লেখ্য যে, ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ২০১৪ সালের আগষ্ট হতে ২০১৫ সালের জুলাই পর্যন্ত চোরাচালান প্রতিরোধ অভিযান চালিয়ে ৭ কোটি ৯ লক্ষ ৭৬ হাজার ৪শত ৩৭ টাকার মালামাল আটক করে এবং ১১ জন আসামীসহ ৮৩৮টি মামলা দায়ের করে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় একটি প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজে পুলিশ প্রশাসন, বেসামরিক প্রশাসন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর প্রীতিভোজ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে এ বাহিনীর ৬০ বৎসরের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024