বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৩৭

সুইডেনে শরণার্থী প্রবেশ ঠেকাতে জার্মান ডেনমার্ক রেল ও সড়ক যোগাযোগ বন্ধ

সুইডেনে শরণার্থী প্রবেশ ঠেকাতে জার্মান ডেনমার্ক রেল ও সড়ক যোগাযোগ বন্ধ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সুইডেনে অভিবাসন প্রবেশ ঠেকাতে ডেনমার্ক জার্মানি যাবার রেল যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। পাশাপাশি জার্মানি-ডেনমার্ক সড়ক যোগাযোগ বন্ধ করা হয়েছে। খবর বিবিসির।

জানা যায়, অভিবাসীরা ডেনমার্কে রেজিস্ট্রেশন করছে না। যে কারণে তাদেরকে আটকানো হচ্ছে। সুইডেনে প্রবেশের আগে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। জার্মানি থেকে কোনও রেল আসছে না । পাসপোর্ট চেকের কারণে এ ধরনের সমস্যা তৈরি হয়েছে।

ডেনমার্কের পুলিশ শত শত শরণার্থীকে ট্রেন থেকে জোর করে নামিয়ে দিয়েছে। এরা সকলে সুইডেন যেতে চেয়েছিল। রেল থেকে নামার পর এরা পায়ে হেটে সুইডেনের দিকে যাত্রা শুরু করে। ইউরোপ এখন অভিবাসন সংকট মোকাবিলা করছে। ইউরোপীয় ইউনিয়ন ১ লক্ষ ২০ হাজার অভিবাসীকে ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলোর মাঝে ভাগ করে দিতে বলেছে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেন, তার দেশ শরণার্থী সংকটের পাশাপাশি অভিবাসন সংকট মোকাবিলা করছে। অভিবাসীরা সুইডেন মুখে যাত্রা শুরু করলে এ সংকট তৈরি হয়। এমনিতেই আমাদের ওপর চাপ আছে রাজনৈতিক আশ্রয় দেবার জন্য। এর ওপর শরণার্থী সংকট এসে যোগ হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024