সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ভোট দিলেন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী। শনিবার সকাল সাড়ে ৮টায় রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী শ্যামা হক চৌধুরী, মা ও মেয়ে। তিনি ভোট দিয়ে বাসায় চলে যান।
সাবেক ওয়ার্ড কাউন্সিলর আরিফুল সাংবাদিকদের বলেন, “আমার বিজয়কে ছিনিয়ে নেয়ার জন্য ষড়যন্ত্র- চক্রান্ত চলছে। তবে জনগণ ভোটের মাধ্যমে ওই সব চক্রান্তের জবাব দেবে বলে মনে করেন তিনি। জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, আমি আশা করছি, ভোট যদি শান্তিপূর্ণভাবে হয় তাহলে বিজয়ী হবো। ভোট দেয়ার পর নগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে বের হন বিরোধী দল সমর্থিত মেয়র প্রার্থী।
সাধারণ ওয়ার্ডে ১৩৯ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৩৫ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিলেটে মোট ভোটার ২ লাখ ৯১ হাজার ৪৬ জন। এর মধ্যে নারী ১ লাখ ৩৩ হাজার ৮৬৫ এবং পুরুষ ১ লাখ ৫৭ হাজার ১৮১ জন। সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকতা এস এম এজহারুল হক এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
সকালে সারা দেশে একযোগে দেশের চারটি সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক উদ্দীপনা ও উৎকণ্ঠায় ভোট গ্রহণ শুরু হয়েছে। জয়ের ব্যাপারে আশাবাদী থাকলেও তা ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র ক্রিয়াশীল বলে অভিযোগ করেছেন সিলেট সিটি কর্পোরেশনে বিরোধী দল সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।
Leave a Reply