রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৫৬

চার সিটি নির্বাচন: বিজয় ছিনিয়ে আনলো বিএনপির প্রার্থীরা

চার সিটি নির্বাচন: বিজয় ছিনিয়ে আনলো বিএনপির প্রার্থীরা

 

 

 

 

 

 

 

 

 

স্বদেশ জুড়ে: দেশের চার সিটি কর্পোরেশন নির্বাচনেই ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীদের তুলনায় স্পষ্ট ব্যবধানে এগিয়ে গেছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। রাজশাহী, খুলনা ও বরিশাল সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনেও ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থীরাই এগিয়ে।

রাত সোয়া ১১টা পর্যন্ত নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা যায়, রাজশাহীতে ১৩৭টি কেন্দ্রের মধ্যে ৮৪টির ফলাফলে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৮০ হাজার ১৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন মহাজোট সমর্থিত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন পেয়েছেন ৪৮ হাজার ২৩৫ ভোট। এ সিটি কর্পোরেশনের মোট ভোটার ২ লাখ ৮৬ হাজার ৯১৭ জন।সর্বশেষ তথ্য অনুযায়ী, বরিশালে ১০০টি কেন্দ্রের মধ্যে ৯০টিতে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল পেয়েছেন ৭৩ হাজার ৮০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহানগর আওয়ামী লীগের সভাপতি বিদায়ী মেয়র শওকত হোসেন হিরন পেয়েছেন ৫৮ হাজার ৯৪৯ ভোট। বরিশালে ভোটার ছিলেন ২ লাখ ১১ হাজার ২৫৭ জন।খুলনা সিটি কর্পোরেশনের ২৮৮টি কেন্দ্রের মধ্যে ১০২ টির ফলাফলে ১৮ দলের মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনি এগিয়ে আছেন ৫৮ হাজার ৬৮১ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোটের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ৪১ হাজার ২৭৩ ভোট পেয়ে। মোট ৪ লাখ ৪০ হাজার ৫৬৬ জন ভোটার রয়েছেন খুলনায়।

বিকাল ৫টার পরপরই চার সিটিতে ইভিএমে ভোট হওয়া কেন্দ্রগুলোর ফল ঘোষণা করা হয়। এরপর রাত আটটার দিকে অন্যান্য কেন্দ্রের ফল আসা শুরু করে। তবে বড় কোনো গোলযোগ ছাড়াই শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১২ লাখেরও বেশি ভোটার তাদের নতুন জনপ্রতিনিধি বেছে নিতে ভোট দেন। জাতীয় নির্বাচনের ছয় মাস বাকি থাকতে দেশের প্রধান দুই রাজনৈতিক দলই স্থানীয় সরকারের ‘নির্দলীয়’ এ নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নেয়ায় দেশজুড়ে তৈরি হয় টান টান উত্তেজনা। ইতোমধ্যে সিলেটের গত দুই মেয়াদের মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান পরাজয় স্বীকার করে নিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025