মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:০৫

ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যু রুমানিয়ায় নাইটক্লাবে

ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যু রুমানিয়ায় নাইটক্লাবে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রুমানিয়ার একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫৫ জন। শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে বুখারেস্টের কালেক্টিভ নাইটক্লাবে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এতে কমপক্ষে ৪০০ জন পদদলিত হয়েছেন। আগুন থেকে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এবং পদদলনে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ক্লাবের ভেতরে আতশবাজির প্রদর্শনী চলার সময় একটি পিলার ও ছাদে আগুন লেগে গেলে সেখান থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।  সোভিয়েত আমলে নির্মিত একটি কারখানার বেসমেন্টে থাকা ক্লাবটিতে মোট দুটি দরজা ছিল। তাৎক্ষণিকভাবে মাত্র একটি দরজা খোলা ছিল। সবাই ওই দরজা দিয়ে বের হতে গেলে হুড়োহুড়ির সৃষ্টি হয়। অনুষ্ঠানের আগে কালেক্টিভ ক্লাবের ফেইসবুকে পেইজে বিনামূল্যে রক গান ও আতশবাজি প্রদর্শনী দেখার আহবান জানানো হয়েছিল।

ঘটনার পর বিভিন্ন টেলিভিশনের ফুটেজে পুলিশ এবং প্যারামেডিক কর্মকর্তাদের বেসমেন্টে পড়ে থাকা আহতদের উঠে দাঁড়াতে সাহায্য করতে দেখা গেছে। এসময় ঘটনাস্থলে সাইরেন বাজানো অ্যাম্বুলেন্সও দেখা যায়। হুড়োহুড়িতে জুতা হারানো এক যুবক রয়টার্সকে বলেছে, পদদলিত সবাই ক্লাব থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল। হতাহতের ঘটনা তখনই ঘটে।

স্থানীয় টেলিভিশন স্টেশন এন্টেনা থ্রি’কে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বেরিয়ে আসা এক নারী ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, পাঁচ সেকেন্ডের মধ্যেই পুরো ছাদে আগুন ছড়িয়ে পড়লো। পরবর্তী তিন সেকেন্ডের মধ্যে সবাই একটা মাত্র দরজা দিয়ে বের হওয়ার জন্য ছুটলো। ভিক্টর আয়োনিস্কু নামের আর এক প্রত্যক্ষদর্শী জানান, আগুনের ধোঁয়ায় অনেকেই অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তখন। একে অপরকে টপকে বের হতে চেষ্টা করছিল। আহতদের বুখারেস্টের ১০টি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রুমানিয়ার উপ-অভ্যন্তরীণ মন্ত্রী রায়েদ আরাফাত রয়টার্সকে জানিয়েছেন।

হতাহত অনেকেরই পরিচয় জানা যায়নি উল্লেখ করে রায়েদ আরো বলেন, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। ধোঁয়ায় অসুস্থ ও পুড়ে যাওয়া অনেককে চিকিৎসা দেয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই একটি তদন্ত দল গঠন করা হয়েছে এবং সেটি কাজও শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অপেরা। ঘটনা খতিয়ে দেখতে শনিবার সকালে দেশটির মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে অপেরা এ তথ্য সাংবাদিকদের জানান।

অপর এক বার্তায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী আহতদের রক্ত দেয়ার জন্য সাধারণ জনগণের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। ঘটনার পরপর দেওয়া এক বিবৃতিতে রুমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইয়োহানিস বলেন, আহতদের উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করার জন্য উদ্ধারকারী বাহিনী সর্বশক্তি নিয়োজিত করেছে। তারা তাদের সর্বোচ্চ দক্ষতা সেখানে নিয়োজিত করেছে।

আতশবাজির কারণে এর আগেও বিশ্বের বিভিন্ন নাইট ক্লাবে হতাহতের ঘটনা ঘটেছে। ২০১৩ সালে ব্রাজিলের সান্তা মারিয়া শহরের এক নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৪১ জনের মৃত্যু হয়। ২০০৯ সালে রাশিয়ার একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে ১৫৬ জন এবং ২০০৪ সালে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে ১৯৪ জন নিহত হন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024