১নং ওয়ার্ডের সৈয়দ তৌফিকুল হাদি পেয়েছেন (বিএনপি) ‘পদ্ম ফুল’ প্রতীক নিয়ে ১৮৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বি আলী মোস্তফা মিশকাতুন নুর (আওয়ামীলীগ) ‘টিউবওয়েল’ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭৯৫ ভোট, সৈয়দ আনোয়ারুছ সাদাত ‘চাঁদ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৬৮ ভোট।
২ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত বর্তমান কাউন্সিলর রাজিক মিয়া ‘হাতি’ প্রতীকে ১৩৩৫ ভোটভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বি এ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য (আওয়ামীলীগ) ‘বৈদ্যুতিক পাখা’ প্রতীক নিয়ে পেয়েছেন ১৩২৭ ভোট, রাসেল মামুন ইবনে রাজ্জাক (বিএনপি) ‘টিউবওয়েল’ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮৩ ভোট এবং বিক্রম কর সম্রাট (আওয়ামীলীগ) ‘সিংহ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮১৫ ভোট।
৩নং ওয়ার্ডে এস এম আবজাদ হোসেন (আওয়ামীলীগ) ‘ক্রিকেট ব্যাট’ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭০৪ ভোট, তার নিকটতম প্রতিদন্দ্বি আবুল কালাম আজাদ লায়েক (আওয়ামীলীগ) ‘টিউবওয়েল’ প্রতীকে ১৪৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বর্তমান কাউন্সিলর আব্দুল খালিক (আওয়ামীলীগ) ‘পান পাতা’ প্রতীক নিয়ে পেয়েছেন ১১১৮ ভোট, মো. শামীম আহমদ চৌধুরী ‘চাঁদ’ প্রতিক নিয়ে পেয়েছেন ৮৮ ভোট, রাজীব কুমার দে (আওয়ামীলীগ) ‘সিংহ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮২২ ভোট এবং মো. আব্দুর রহমান ভূঁইয়া ‘ঘুড়ি’ প্রতিকে পেয়েছেন ৩৫১ ভোট ।
৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রেজাউল হাসান লোদী কয়েস লোদী(বিএনপি) ‘আপেল’ প্রতীকে ৩৬৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার অপর প্রার্থী শেখ তোফায়েল আহমদ সেপুল (আওয়ামীলীগ) ‘বাস’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮৯৪ ভোট।
৫নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রেজওয়ান আহমদ (স্বতন্ত্র) ‘বৈদ্যুতিক পাখা’ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩০৮ ভোট, আব্দুল আউয়াল টিটু ‘মোরগ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৬১২ ভোট, মোহাম্মদ জুবের খান (আওয়ামীলীগ) ‘বাস’ প্রতীক নিয়ে পেয়েছেন ১৬৪৮ ভোট, এম এ মুগনী খোকা ‘হাতি’ প্রতীক নিয়ে পেয়েছেন ১৪৩১ ভোট, আমিনুর রহমান ‘চাঁদ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩৫ ভোট, সাহেদ আহমদ ‘একতারা’ প্রতীক নিয়ে পেয়েছেন ১১১ ভোট এবং হুমায়ূন আহমদ মাসুক (বিএনপি) ‘আপেল’ প্রতীক নিয়ে পেয়েছেন ৯১৬ ভোট ।
৬নং ওয়ার্ডের ফরহাদ চৌধুরী পেয়েছেন (বিএনপি) ‘বাস’ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬৩০ ভোট, মো. ইমদাদ হোসেন চৌধুরী (বিএনপি) ‘চাঁদ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৩০৯৬ ভোট, সৈয়দ আতিকুর রব চৌধুরী ‘কার’ প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৫ ভোট, সৈয়দ শহীদ হোসেন ‘ক্রিকেট ব্যাট’ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬ ভোট, নাদিরা ফরহাদ চৌধুরী (বিএনপি) ‘ঘুড়ি’ প্রতীক নিয়ে পেয়েছেন ১১ ভোট এবং আব্দুল হক ‘বৈদ্যুতিক পাখা’ প্রতীক পেয়েছেন ৯৯ ভোট।
৭ নং ওয়ার্ডেল বর্তমান কাউন্সিলর মহিউদ্দিন আহমদ লোকমান (আওয়ামীলীগ) ‘চাঁদ’ প্রতীক নিয়ে পেয়েছেন ১৫০২ ভোট, মোহাম্মদ শহিদুল ইসলাম ‘ক্রিকেট ব্যাট’ প্রতিক নিয়ে পেয়েছেন ৫৩১ ভোট, মো. মানিক মিয়া ‘টিউবওয়েল’প্রতিক নিয়ে পেয়েছেন ৩৭৫, ছাদিক আহমদ ‘বৈদ্যুতিক পাখা নিয়ে পেয়েছেন ৫০০ ভোট, নজিবুর রহমান নিরু ‘বাস’ প্রতিক নিয়ে পেয়েছেন ২২৫১ ভোট, জয়নাল আহমদ ‘হাতি’ প্রতিক নিয়ে পেয়েছেন ২১৭ ভোট, সায়ীদ মো. আব্দুল্লাহ (জামায়াত) ‘আপেল’ প্রতীক নিয়ে পেয়েছেন ২০১৯ ভোট এবং আফতাব হেসেন সিংহ প্রতিক নিয়ে পেয়েছেন ১৮৩০ ভোট।
৮ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ (আওয়ামীলীগ) ‘সিংহ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৩১৩০ ভোট, মো. ইলিয়াছুর রহমান (আওয়ামীলীগ) ‘পদ্ম ফুল’ প্রতীক নিয়ে পেয়েছেন ৫১৪৬ ভোট, সিরাজ খান (আওয়ামীলীগ) ‘হাতি’ প্রতীক নিয়ে পেয়েছেন ১৪০৬ ভোট, মো. শাহাদত খাঁন (বিএনপি) ‘বাস’ প্রতীক নিয়ে পেয়েছেন ১০৮ ভোট এবং মো. আলমগীর হোসাইন খাঁন ইমন ‘চাঁদ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৬১ ভোট।
৯নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোহাম্মদ মোখলেছুর রহমান (আওয়ামীলীগ) ‘আপেল’ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৬৭ ভোট, মো. শওকত আলী (বিএনপি) ‘টিউবওয়েল’ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫০ ভোট, বিধান কপালী (আওয়ামীলীগ) ‘বক’ প্রতীক নিয়ে পেয়েছেন ১০৩৮ ভোট এবং মো. নজরুল ইসলাম (বিএনপি) ‘ক্রিকেট ব্যাট’ প্রতীক নিয়ে পেয়েছেন ২৭০১ ভোট।
১০নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী (আওয়ামীলীগ) ‘বৈদ্যুতিক পাখা’ প্রতীক নিয়ে পেয়েছেন ভোট, নজির আহমেদ আকাশ ‘টিউবওয়েল’, মো. তারেক উদ্দিন ‘চাঁদ’, মোহাম্মদ সফিকুল ইসলাম ‘পদ্ম ফুল’, মো. মোস্তফা কামাল ‘আপেল’ এবং মো. সেলিম আহমদ মাহমুদ ‘হাতি’।
১১নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আব্দুর রকিব বাবলু (আওয়ামীলীগ) ‘বাস’ প্রতীক নিয়ে পেয়েছেন ভোট, মো. বদরুল ইসলাম বদরু ‘চাঁদ’, মো. আবুল ফয়েজ ‘ক্রিকেট ব্যাট’, হেলাল আহমদ ‘হাতি’, শাহিদ খান শাহেদ ‘পান পাতা’, মো. আশরাফ উদ্দিন ‘বৈদ্যুতিক পাখা’, মোহাম্মদ মবশ্বির আলী ‘আপেল’, রকিবুল ইসলাম ঝলক ‘টিউবওয়েল’, মৃনাল কান্তি দাস ‘ঘুড়ি’ এবং মীর্জা এম এস হোসেন ‘পদ্ম ফুল’।
১২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. সিকান্দর আলী (বিএনপি) ‘চাঁদ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৪৮ ভোট, মো. রুবেল আহমদ ‘হাতি’ প্রতিকে ৫৬১ ভোট, মো. ফখর উদ্দিন (জামায়াত) ‘টিউবওয়েল’ প্রতীক নিয়ে পেয়েছেন ২১৯০ ভোট এবং মো. আজহার উদ্দিন জাহাঙ্গীর ‘আপেল’ প্রতীক নিয়ে পেয়েছেন ১৬৭ ভোট।
১৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শান্তনু দত্ত সনতু ‘বৈদ্যুতিক পাখা’, বিশ্বজিৎ দাস বিপ্লব ‘পদ্মফুল’, চন্দন রায় ‘টিউবওয়েল’, গুলজার আহমদ ‘চাঁদ’, জহিরুল ইসলাম ‘আপেল’ এবং আখতার হুসেন ‘হাতি’ প্রতীক পেয়েছেন।
১৪নং ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান ‘আপেল’, আবরার আহমদ দুলাল ‘হাতি’, মো. নজরুল ইসলাম মুনিম ‘টিউবওয়েল’, মো. আব্দুল গফ্ফার মিন্টু ‘পদ্মফুল’ এবং মোহাম্মদ আব্দুল মুমিন আলম ‘বাস’।
১৫নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. মুজিবুর রহমান (বিএনপি) ‘বৈদ্যুতিক পাখা’ প্রতীক নিয়ে পেয়েছেন ভোট এবং মো. ছয়ফুল আমিন বাকের ‘হাতি’ প্রতীক পেয়েছেন।
১৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জামাল আহমদ (বিএনপি) ‘বাস’ প্রতীক ও আব্দুল মুহিত জাবেদ ‘টিউবওয়েল’ প্রতীক নিয়ে প্রতিদন্ধীতায় সম পরিমাণ ভোট হওয়ায়। নির্বাচন কমিশন এর ফলাফল স্থগিত রেখেছেন।
১৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. ফয়জুল আনোয়ার (আওয়ামীলীগ) ‘ক্যামেরা’ প্রতীক, মঈন উদ্দিন আহমদ ‘মোরগ’, রাশেদ আহমেদ ‘বৈদ্যুতিক পাখা’ এবং মো. দিলওয়ার হোসাইন সজীব (আওয়ামীলীগ) ‘চাঁদ’ প্রতীক। ভোটের ফলাফল জানা সম্ভব হয়নি।
১৮নং ওয়ার্ডের মো. কিশোয়ার আহমদ ‘চাঁদ’, এবিএম জিল্লুর রহমান ‘বৈদ্যুতিক পাখা’, মো: আব্দুল ওয়াহিদ জাবেদ (জামায়াত) ‘বাস’, মো. সাজুওয়ান আহমদ ‘আপেল’, মুহিউল ইসলাম চৌধুরী ‘টিউবওয়েল’ এবং মো. বেলাল আহমদ ‘পদ্মফুল’ প্রতীক। ভোটের ফলাফল জানা সম্ভব হয়নি।
১৯নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর দিনার খান হাসু (বিএনপি) ‘টিউবওয়েল’ প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৩৩ ভোট, এস এম শওকত আমীন তৌহিদ ‘চাঁদ’ প্রতিকে পেয়েছেন ১১৮১ ভোট, মো. আব্দুর রহমান (আওয়ামীলীগ) ‘পদ্মফুল’ প্রতীক নিয়ে পেয়েছেন২০৪১ ভোট, আব্দুল লতিফ ‘মোরগ’ প্রতিকে পেয়েছেন ৩২ ভোট, সোমিত্র চৌধুরী ‘বৈদ্যুতিকপাখা’ নিয়ে পেয়েছেন ২৫০ ভোট এবং মো. আফজালুর রহমান (জামায়াত) ‘বাস’ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫৮ ভোট।
২০ নং ওয়ার্ডের দুই প্রার্থীর মধ্যে বর্তমান কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদ (আওয়ামীলীগ) ‘পদ্মফুল’ প্রতিকে ৩৬৫৪ ভোট এবং অপর প্রার্থী বিহিত গুপ্ত চৌধুরী বাবলা (আওয়ামীলীগ) ‘বাস’ পেয়েছেন ২২৩২ ভোট।
২১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সাজ্জাদুর রহমান সুজ্জাদ (আওয়ামীলীগ) ‘বৈদ্যুতিকপাখা’ প্রতিকে পেয়েছেন ২৭২১ ভোট, মো. আব্দুর রকিব তুহিন (বিএনপি) ‘টিউবওয়েল’ প্রতিকে পেয়েছেন ৩৭২১ ভোট এবং মৌলভী মো. আবুল কালাম দুলাল উদাস (স্বতন্ত্র) ‘পদ্মফুল’ প্রতীকে পেয়েছেন ৮৪ ভোট।
২২ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম (আওয়ামীলীগ) ‘বাস’ প্রতিকে ১১৯০ ভোট, সৈয়দ মিসবাহ্ উদ্দিন (বিএনপি) ‘বৈদ্যুতিক পাকা’ নিয়ে ২০৫৩ ভোট, মো. আব্দুল আহাদ সিদ্দিকী (জামায়াত) ‘আপেল’ নিয়ে পেয়েছেন ৭৭৮ ভোট এবং সৈয়দ হাছিন আহমদ ‘টিউবওয়েল’ প্রতীকে ৭০১ ভোট।
২৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ফারুক আহমদ ‘বৈদ্যুতিক পাখা’ প্রতিকে পেয়েছেন ১৭২৪ ভোট, মো. মালেক আহমদ ‘পদ্মফুল’ প্রতিকে পেয়েছেন ৬৬৭ ভোট, ডা. এএইচএম সোহাইল ‘চাঁদ’ প্রতিকে ৫৯ এবং মোস্তাক আহমদ ‘হাতী’ প্রতিকে ১৯৬২ ভোট।
২৪ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান (আওয়ামীলীগ) ‘পানপাতা’ প্রতিকে পেয়েছেন ১৫৫৭ ভোট, মো. মুহিত মিয়া ‘চাঁদ’ প্রতিকে পেয়েছেন ১৫৫ ভোট, আব্দুল মুনিম মল্লিক ‘পদ্মফুল’ প্রতিকে ৬৩৫, হুমায়ূন কবির সুহিন ‘ঘুড়ি’ প্রতিকে ১৪৬৬, সোহেল আহমদ রিপন (জামায়াত) ‘টিউবওয়েল’ প্রতিকে ২৬০৭, মোহাম্মদ আবুল কাশেম খায়ের ‘বাস’ প্রতিকে ৪৯২, ফারুক আহমেদ ‘বৈদ্যুতিক পাখা’ নিয়ে ৭৪ এবং হাজী মো. আব্দুল মালিক মনু ‘হাতি’ প্রতীকে পেয়েছেন ২৯৬ ভোট।
২৫নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আশিক আহমদ পেয়েছেন ‘হাতি’ প্রতিকে ১৭৯১ ভোট, মো. মোফজ্জুল হোসেন ‘বাস’ প্রতিকে ৩৮ ভোট, মো. মুজিবুর রহমান (জামায়াত) ‘টিউবওয়েল’ প্রতিকে ১৬৪৮ ভোট, নছিবুর রহমান বেলাল ‘ঘুড়ি’ প্রতিকে ৬০৮ ভোট, তাকবির ইসলাম পিন্ট ‘পদ্মফুল’ প্রতিকে ১৯৮২ ভোট, কামাল আহমদ ‘আপেল’ প্রতিকে ৫৬ ভোট, আকমল আলী মালাই ‘ময়ুর’ পেয়েছেন ৬৬৭ এবং তৌফিক আহমদ চৌধুরী ‘চাঁদ’ প্রতিকে ২৩০ ভোট পেয়েছেন।
২৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. সেলিম আহমদ রনি ‘পদ্মফুল’ প্রতিকে ২৭২৭ ভোট, মুকির হোসেন চৌধুরী ‘টিউবওয়েল’ প্রতিকে ৪৮২, মোহাম্মদ মিজানুর রহমান ‘ঘুড়ি’ প্রতিকে ১৮৪, মো. বদরুল আলম রিপন ‘হাতি’ প্রতিকে ৪৪১, মো. কামরান হোসেন ‘চাঁদ’ প্রতিকে ৯০ এবং মোহাম্মদ তৌফিক বকস ‘বাস’ প্রতীক ৪২৪০ ভোট পেয়েছেন।
২৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আব্দুল জলিল নজরুল (জামায়াত) ‘বৈদ্যুাতিক পাখা’ প্রতিকে ৩১৪২ ভোট, মো. আজম খান ‘টিউবওয়েল’ প্রতিকে ২৮৩৮ ভোট, মো. আজমল হোসেন ‘পদ্মফুল’ প্রতিকে ২৪৬ এবং মো. জুনেদ আহমদ ‘বাস’ প্রতীকে ৫৪৪ ভোট।
Leave a Reply