শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৬:২২

পুরুষকে যৌন হেনস্তা: ২ নারীকে ধরতে পুরস্কার ঘোষণা

পুরুষকে যৌন হেনস্তা: ২ নারীকে ধরতে পুরস্কার ঘোষণা

তৈয়বুর রহমান টনি: পুরুষের বিরুদ্ধে নারীকে যৌন হয়রানির অভিযোগ অহরহই পাওয়া যায়। কিন্তু নারীর বিরুদ্ধে পুরুষকে যৌন হেনস্তার অভিযোগ খুবই বিরল। তবে সেই বিরল ঘটনাই ঘটলো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।

সম্প্রতি দেশটির রাজধানী শহরের একটি দোকানে ঢুকে দুই নারী এক পুরুষকে যৌন হেনস্তা করেছে বলে অভিযোগ করা হয়েছে। ওই পুরুষের অভিযোগের পর তাদেরকে ধরতে পুরস্কারও ঘোষণা করেছে পুলিশ।

পেট্রলপাম্প থেকে সংগ্রহ করা ঘটনাটির ভিডিওচিত্র গত ৭ অক্টোবর নিজেদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ। ভিডিওতে দেখা যায়, পেট্রলপাম্পের দোকানে নিজের ফোনে কথা বলছিলেন এক ব্যক্তি।

এমন সময় ওই দোকানে আসা দুই নারী তাঁকে উত্ত্যক্ত করেন। এঁদের মধ্যে একজন নিজের শরীর দিয়ে পুরুষটির শরীর স্পর্শ করেন। অন্যজন পুরুষের শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন এবং তাঁকে বারবার চুমু দিতে থাকেন।

দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, এই দুই নারীর সন্ধান পেতে এক হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে ওয়াশিংটনের পুলিশ। কেউ যদি এঁদের সম্পর্কে কোনো তথ্য দিয়ে গ্রেফতারে সহযোগিতা করতে পারেন, তবে তিনি এই পুরস্কার পাবেন বলে পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024