শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৫৭

পৌর ভোট নিয়ে এরশাদের আশঙ্কা: সকাল ৯টার মধ্যেই ভোট শেষ হয়ে যাবে

পৌর ভোট নিয়ে এরশাদের আশঙ্কা: সকাল ৯টার মধ্যেই ভোট শেষ হয়ে যাবে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আসন্ন পৌরসভা নির্বাচনের ভোট সকাল ৯টার মধ্যে শেষ হয়ে যাবে আশঙ্কা করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এই নির্বাচন আওয়ামী লীগের জন্য অগ্নিপরীক্ষা। আমার মনে হচ্ছে, এই নির্বাচন সিটি করপোরেশন নির্বাচনের মতো হবে।

সিটি করপোরেশন নির্বাচনের ভোট যেভাবে সকাল ৯টার মধ্যে শেষ হয়ে গিয়েছিল, আমার আশঙ্কা এই নির্বাচনও তেমন হবে। আওয়ামী লীগ অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাওয়ায় নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আর নেই। উনি (প্রধান নির্বাচন কমিশনার) উনার দায়িত্ব ভুলে গেছেন। উনি চাকরি করেন, কিন্তু এটা তো চাকরি নয়। সুষ্ঠু নির্বাচন করা কমিটমেন্ট রয়েছে। এটা সাংবিধানিক দায়িত্ব। এরশাদ বলেন, দেড়শ’র বেশি পৌরসভায় প্রার্থী দিয়েছি। এখন তা অর্ধেকে নেমেছে। সবাই ভয়ে বসে গেছে, ভয় দেখিয়ে প্রার্থীদের বসিয়ে দেয়া হয়েছে। আমাদের কারও কথা বলার অধিকার নেই। এই ভাবে কোন দেশ চলতে পারেন না। এইটা কোন গণতন্ত্র নয়। এইভাবে গণতন্ত্র হয় না।

তিনি সরকারকে উদ্দ্যেশ করে বলেন, একবার সুষ্ঠ নির্বাচন দেন দেখেন কি হয়! আমরা তো শুধু মাত্র গণতন্ত্র রক্ষায় নির্বাচনে অংশ নিয়েছিলাম। বক্তব্য শেষে এরশাদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে সৈয়দ আবু হোসেন বাবলা ও সাধারণ সম্পাদক হিসেবে জহিরুল আলম রুবেলের নাম ঘোষণা করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা।

এতে বক্তব্য দেন বিরোধী দলের নেতা রওশন এরশাদ, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জি এম কাদের, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024