শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফরাসি দ্বিপ করসিকায় একটি মসজিদে হামলা চালিয়েছে এক দল দুবৃত্ত। হামলাকারীরা কয়েকটি কোরআন শরীফ পুড়িয়ে দেয়। শুক্রবার ক্রিসমাসের ছুটিতে কড়া নিরাপত্তার মধ্যে বর্বরোচিত এ হামলার ঘটনা ঘটে। ফ্রান্সের সরকার হামলার নিন্দা জানিয়েছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।
করসিকার রাজধানী আজাসিওতে শুক্রবার উত্তেজনা ছিল চরমে। এর আগে স্থানীয় একদল তরুন দুই অগ্নিনির্বাপন কর্মী ও এক পুলিশ সদস্যের ওপর চড়াও হয়। এতে তারা আহত হন। শুক্রবার বিকালে, আনুমানিক ১৫০ মানুষ পুলিশ ও অগ্নিনির্বাপনকর্মীদের সমর্থনে সমবেত হয়।
কিন্তু ওই মানুষদের মধ্য থেকে এক দল আলাদা হয়ে বিভিন্ন ভবনের দিকে হামলা চালায়। এর কাছেই আরেক দল মসজিদের কাচের দরজা ভেঙে ফেলে। ভেতরে ঢুকে নামাজের জায়গায় তাণ্ডব চালায়। পবিত্র কোরআন শরীফের কয়েকটি কপি আংশিক পুড়িয়ে দেয়। নামাজের ৫০ টি বই রাস্তায় ছুড়ে ফেলে তারা। মুসলিমদের ফরাসী কাউন্সিল এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।