শীর্ষবিন্দু নিউজ: সিলেট শহরের লালদিঘিরপাড় এলাকার সিলেট স্বর্ণ বিতান’ নামের একটি স্বর্ণের দোকান থেকে স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাতের দিকে িএইd চুরি সংগঠিত হয় বলে দোকান মালিক সূত্রে জানা যায়্। এ সময় অলংকারের দোকান থেকে ৪৫ ভরি রুপা, ১০ ভরি সোনা ও নগদ ৪৫ হাজার টাকা খোয়া গেছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় দোকান খুলতে এসে দোকান মালিক দোকানের তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পুলিশ ওই মার্কেটের গার্ড সুনামগঞ্জ সদর থানার আমপাড়া গ্রামের কবির আহমদকে আটক করেছে। স্বর্ণের দোকান মালিকের অভিযোগ ও মামলার প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।
Leave a Reply