মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০১:২৯

জার্মানিতে আগত বিভিন্ন শরণার্থী শিশুদের জন্য শিক্ষক নিয়োগ দিল দেশটির সরকার

জার্মানিতে আগত বিভিন্ন শরণার্থী শিশুদের জন্য শিক্ষক নিয়োগ দিল দেশটির সরকার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বর্তমানে কয়েক লাখ শরণার্থীদের ঢলে ভরে গেছে জার্মানি। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশ থেকে আগত এসব শরণার্থী সাথে তাদের শিশুদের ভাষা শিক্ষা দিতে এবার অতিরিক্ত সাড়ে আট হাজার শিক্ষক নিয়োগ দিয়েছে জার্মানি সরকার।

শরণার্থী গ্রহণের ক্ষেত্রে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে নেতৃস্থানীয় পর্যায়ে জার্মানি। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সবচেয়ে শক্তিশালী দেশটিতে চলতি বছরে ১০ লাখ শরণার্থী ও অভিবাসী আশ্রয় নিয়েছে। দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সরকার দেশটিতে আশ্রয় নেওয়া লোকজনের খাদ্য ও বাসস্থান নিশ্চিত করতে ৬০০ কোটি ডলার বরাদ্দ রেখেছে।

চলতি বছর আগত এই শরণার্থীদের একটা বড় অংশ শিশু। তাদের প্রায় সবাই মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারে না। চলতি বছরে জার্মানিতে প্রবেশ করেছে এক লাখ ৯৬ হাজার শরণার্থী শিশু। তাদের জন্য উল্লিখিতসংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

জার্মান শিক্ষা কর্তৃপক্ষের প্রধান ব্রুহিল্ড কুরথ স্থানীয় সংবাদপত্র ডাই ওয়েল্টকে বলেন, স্কুল ও শিক্ষা প্রশাসন এর আগে এত বড় চ্যালেঞ্জের মোকাবিলা করেনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025