মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৬

দেশের টাকা চুরি করে বিদেশে বিনিয়োগ হচ্ছে

দেশের টাকা চুরি করে বিদেশে বিনিয়োগ হচ্ছে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিনিয়োগের ভালো পরিবেশ থাকলেও অনেকে দেশের টাকা চুরি করে বিদেশে বিনিয়োগ করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশিদের আমরা দেশে বিনিয়োগ করার কথা বললে তারা বলে, তোমাদের দেশে বিনিয়োগের এত সুযোগ থাকলে তোমাদের অনেকে বিদেশে বিনিয়োগ করে কেন? তখন আমি বলি, যারা দেশের টাকা চুরি করে, তারা বিদেশে নিয়ে গিয়ে সেগুলো দিয়ে ব্যবসা করছে। তোমরা আমাদের দেশে আসো, এখানে বিনিয়োগের ভালো পরিবেশই আছে।

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বাম্মা) ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল আয়োজিত সেমিনারে তথ্যমন্ত্রী বলেন, অতি মুনাফার লোভে ‘চুরি’ না করতে আয়ুর্বেদিক ওষুধ উৎপাদনকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অতি মুনাফার লোভে চুরি করবেন না।

বক্তব্যে চুরি শব্দ ব্যবহারে কিছু মনে না করার অনুরোধ করে তিনি বলেন, আমার স্ত্রী বলে তুমি মন্ত্রীরা চুরি করে এটা বলো কেন? দুর্নীতি করে বলতে পারো। দুর্নীতিবাজ বললে গালি হয় না, গায়ে লাগে না। চুরি-ডাকাতি বললে গায়ে লাগে। এ কারণে মন্ত্রী-এমপিদের বেলায়ও আমি চুরি বলি।

বাম্মা সভাপতি সেলিম মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান দিলীপ রায়, হামদর্দ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাকিম ইউসুফ হারুন ভূঁইয়া, হারবাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আলমগীর মতি, বাম্মা সহ-সভাপতি আবদুস সবুর খান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024