শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৯:১৫

সিলেটের খাদিমপাড়ায় বনফুল কোম্পানির দুই কর্মচারীকে গলা কেটে হত্যা

সিলেটের খাদিমপাড়ায় বনফুল কোম্পানির দুই কর্মচারীকে গলা কেটে হত্যা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট শহরতলির খাদিমপাড়ায় বিসিক শিল্প নগরীর সামনের রাস্তায় বনফুল কোম্পানির কারখানার দুই কর্মচারীকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন। গতকাল রাত ৮টায় জোড়া খুনের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিসিক শিল্প এলাকায় অবস্থিত বনফুল কারখানার কর্মচারী মো. রাজু মিয়া (১৯) ও আবু মিয়া (২৪)। তাদের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জের দরদহ গ্রামে। রাসেল আহমদকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। সিলেট-তামাবিল মহাসড়কের পাশেই খাদিমপাড়া বিসিক শিল্প এলাকা। রাত ৮টার দিকে স্থানীয় লোকজন এশার নামাজ পড়ে বের হয়ে চিৎকার শোনেন।

এ সময় তারা দৌড়ে গিয়ে দেখেন রাজু ও আবু মিয়ার গলা থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। আর আহত রাসেলও ছুরিকাঘাত অবস্থায় রাস্তায় পাশে পড়েছিল। এ সময় তারা তিনজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে আসেন। হাসপাতালের ডাক্তাররা রাজু মিয়া ও আবু মিয়াকে মৃত ঘোষণা করেন। এদিকে গুরুতর আহত অবস্থায় রাসেলকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, কী কারণে তাদের হত্যা করা হয়েছে তা গতকাল রাত সাড়ে ৯টা পর্যন্ত জানাতে পারেনি পুলিশ। শাহপরান থানার ওসি নিজাম উদ্দিন জানিয়েছেন, হত্যাকাণ্ড কেন ঘটেছে সেটি বলতে পারবে কেবল আহতরা। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। একই সঙ্গে খুনিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024