সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০২:২২

শিশু আইলান যৌন নিপীড়নকারী: শার্লি হেবদোর প্রতিবেদন

শিশু আইলান যৌন নিপীড়নকারী: শার্লি হেবদোর প্রতিবেদন

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফরাসি রম্য ম্যাগাজিন শার্লি হেবদোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইলান কুর্দি যৌন নিপীড়নকারী। অথচ যে ছবি দেখে কেঁদে ছিল সারা বিশ্ব সেই শিশু আইলান কুর্দিকে নিয়ে মজা করে যৌন নিপীড়নকারী দেখানো হয়েছে এক কার্টুনে।

রম্য ম্যাগাজিন শার্লি হেবদো তাদের ম্যাগাজিনে আইলানের ছবি দিয়ে একটি কার্টুন ছাপানো হয়। সেখানে বলা হয় বড় হলে আইলান কি হতো? তাতে দেখানো হয় আইলান বড় হলে একজন নারী ধর্ষণকারী ও যৌন নিপীড়ক হতো। আইলানের বিভিন্ন বয়সের ৩টি ছবি দেয়া হয়েছে। তিনটি ছবি এক জার্মান নারীকে ধরার জন্য ছুটছে।

শার্লি হেবদো এর আগে ইসলামের নবীকে নিয়ে কার্টুন ছেপে মুসলিমদের রোষানলে পড়েছে। ম্যাগাজিনের অফিস বেশ কয়েকবার হামলার শিকার হয়েছিল। ম্যাগাজিনের কয়েকজন কার্টুনিস্ট হামলার শিকার হয়ে নিহত হয়েছিল। শার্লির এই কার্টুনকে অনেকে নিম্ন রুচির বলেছে। এটা অভিবাসীদের প্রতি মানুষের নেতিবাচক মনোভাব জন্ম দেবে। এটি একটি বর্ণবাদী কার্টুন বলে মন্তব্য করেছে অনেকে।

প্রসঙ্গত, ইংরেজি বর্ষবরণ অনুষ্ঠানে জার্মানির কোলেনে নারী ধর্ষণের মত ঘটনা ঘটে। পুলিশের তথ্যমতে এসব অপরাধ আরব থেকে আসা অভিবাসীরা ঘটিয়েছে। সন্দেহভাজন বেশ কয়েক আরব অভিবাসীকে এসবের জন্য গ্রেফতার করা হয়েছে। এরপর থেকেই জার্মানির বিরুদ্ধে অভিবাসন নীতি নিয়ে কঠোর সমালোচনা হয়। এক পর্যায়ে অভিবাসন গ্রহণ বন্ধ করে দেয় জার্মানি। এখন সেটি নিয়ে ফরাসি ম্যাগাজিন রম্য প্রকাশ করছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024