শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বুধবার তাজিকিস্তানের দক্ষিণ-পশ্চিমে কাথলন অঞ্চলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে ১৭শ নারীকে মাথায় কাপড় দিয়ে ঢেকে রাখতে মানা করা হয়েছে। মৌলবাদী পরিচয় মুছতে ১৩ হাজার পুরুষের দাড়ি কেটে দেয়া হয়েছে। পুলিশ প্রধান বাহরোম শরীফযোদার নেতৃত্বে এ কাজ করে তাজাকিস্তান পুলিশ।
গত সেপ্টেম্বরে তাজিকিস্তান সুপ্রিমকোর্ট দেশটির ধর্মভিত্তিক রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করে। জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এ পদক্ষেপগুলো নিয়েছে তাজিক সরকার।
তাজিকিস্তান দীর্ঘদিন ধরে সেকুলার শাসকের অধীনে। দেশটিতে একটি সেকুলার ধারা রয়েছে। প্রতিবেশী আফগানিস্তানের মত মৌলবাদী নয় দেশটি। দেশটিতে একটিমাত্র ইসলামিক দল ছিল। যার নাম ইসলামিক রিনাসেন্স পার্টি অব তাজিকিস্তান।
গত বছর দেশটিতে পার্লামেন্টে ভোটে পাশ একটি প্রস্তাব। যেখানে বলা হয়েছে বিদেশি আরবী শব্দে কেউ নাম রাখতে পারবে না। এছাড়া চাচাত ভাইবোনদের সঙ্গে বিবাহ নিষিদ্ধ করা হয়। আর এবার এক ধরনের আইনের মারপ্যাচে বন্ধ করে দেয়া হয়েছে ১৬০টি দোকান। যেখানে নারীদের ইসলামিক পোশাক বিক্রি করা হতো। বিদেশের প্রভাবে গত বছর এ কাজ করে তাজিকিস্তান সরকার।