বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৪০

গ্রিসের দ্বীপ উপকূলে নৌকা ডুবে ২১ জন শরণার্থীর মৃত্যু

গ্রিসের দ্বীপ উপকূলে নৌকা ডুবে ২১ জন শরণার্থীর মৃত্যু

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: শুক্রবার সকালে গ্রিসের ফারমাকোনিসি ও কালোলিমনোস দ্বীপের উপকূলে প্রথমে ফারমাকোনিসি উপকূলের কাছে পাথরের সঙ্গে ধাক্কা লেগে একটি নৌকা ডুবে যায়। এর কিছুক্ষণ পর ইজিয়ান সাগরের কালোলিমনোস উপকূলে আরেকটি নৌকা ডুবে যায়। দুইটি নৌকাডুবির ঘটনায় ছয় শিশু ও এক নারীসহ অন্তত ২১ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় অনেক অভিবাসন-প্রত্যাশী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার জলপথে গ্রিসে আসার সময় তুরস্কের একটি উপকূলে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১২ জন অভিবাসন-প্রত্যাশী মারা যান। তুরস্কের কোস্টগার্ড ২৮ জনকে উদ্ধার করেছে।

কালোলিমনোস উপকূলে আরেকটি নৌকা ডুবে গেলে এ সময় বন্দর পুলিশ আটটি লাশসহ ২৬ যাত্রীকে উদ্ধার করে তীরে নিয়ে এসেছে। পরে আরো ছয়জনের লাশ উদ্ধার করা হয়। এখনো অনেকে নিখোঁজ। উদ্ধার অভিযান চলছে। হতাহত যাত্রীদের বেশির ভাগই অভিবাসন-প্রত্যাশী।

বন্দর পুলিশ জানায়, তুরস্ক থেকে আসা প্রথম নৌকাটি ডুবে যাওয়ার পর ৪৮ জন যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন। এ সময় কোস্টগার্ডের সদস্যরা ছয় শিশু ও একজন নারীর লাশ উদ্ধার করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024