শীর্ষবিন্দু নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারগণ প্রবাসে থেকে যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, আগামী নির্বাচনে সকল ব্যক্তি এবং প্রবাসী ভোটারদের ডিজিটাল পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগের কোনো চিন্তাভাবনা আপাতত সরকারের নেই। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ২৭ অনুচ্ছেদ অনুসারে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন। এজন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে প্রধানমন্ত্রী শেক হাসিনা সংসদে জানান।
Leave a Reply