বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:৩৫

সাত বছরেই সত্তরের বুড়ি

সাত বছরেই সত্তরের বুড়ি

বিস্ময়কর ডেস্ক: দুই ভাই-বোন, একজনের বয়স মাত্র ১ বছর ৮ মাস অন্য জনের বয়স মাত্র বয়স ৭ বছর। কিন্তু এই ভাই-বোনকে দেখে কেউ তাদের বলবে না তারা শিশু। কারণ এই বয়সেই তাদের দেখতে বৃদ্ধ মানুষের মতো লাগে।

সাত বছর বয়সী বোনের নাম অঞ্জলি ও ১ বছর ৮ মাস বয়সী ভাইয়ের নাম কেশব। তাদের বাড়ি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাচিতে। তাদের শরীরে চামড়া এমনভাবে ঝুলে পড়েছে দেখতে বুড়ো মানুষের মতো মনে হচ্ছে। শীরের চামড়া আর চেহারায় পড়েছে বার্ধক্যের ছাপ।

কেন এমন হচ্ছে এর কোন উত্তর যেমন নেই, তাদের অভিভাবকদের কাছে, তেমনি নেই চিকিৎসকদের কাছেও। চিকিৎসকরাও সাফ জানিয়ে দিয়েছেন এ রোগের কোন চিকিৎসা নেই। ফলে শৈশবেই তাদেরকে বৃদ্ধদের মতো দিনকাল কাটাতে হবে।

তাদের সমবয়সীরা তাদেরকে দাদি মা বা দাদা বলে ডাকে। এ অবস্থার জন্য তারা তো দায়ী নয়! তবু রাস্তায় বেরুলে তাদেরকে নিয়ে ঠাট্টা করে মানুষ। এতে ভীষণ কষ্ট হয় অঞ্জলি ও কেশবের। হলিউডে বেঞ্জামিন বাটন ছবিতে ব্রাড পিটকে এমনভাবে তুলে ধরা হয়েছিল। ঠিক তার মতো দেখতে হয়েছে ওরা ২ জন।

দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন এ ব্রাড পিট জন্মগ্রহণ করেছিলেন একজন বৃদ্ধ হিসেবে। তারপর তিনি বয়সের স্বাভাবিক নিয়মের উল্টো দিকে যেতে থাকেন। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে তিনি শৈশবের বয়স, মুখাবয়ব ফিরে পেতে থাকেন। অঞ্জলি ও কেশবের তারা কারো সঙ্গে মিশতে পারে না। অন্য শিশুরা যখন খেলায় মত্ত তখন তারা থাকে ঘরের কোণে বন্দি। কারণ, তারা খেলতে গেলেই তাদেরকে তিরস্কার করা হবে।

প্রসঙ্গত, প্রজেরিয়া রোগের কারণে অল্প বয়সেেই চেহারায় এমন বৃদ্ধ ছাপ দেখা দিয়েছে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024