মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০১:২৭

হিথরো টার্মিনাল ফাইভে গোপন আন্ডারগ্রাউন্ড স্ট্রেশন আবিস্কার

হিথরো টার্মিনাল ফাইভে গোপন আন্ডারগ্রাউন্ড স্ট্রেশন আবিস্কার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিশ্বের সকল এয়ারপোর্টের মধ্যে নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্টের পরপরই লন্ডন হিথ্রো এয়ারপোর্টের অবস্থান। যে এয়ারপোর্টে প্লেন ল্যান্ড হয় পাচ মিনিটি পরপর। আর আকাশে দেখা যায় দীর্ঘ মোটিতে নামতে অনুমতির অপক্ষোয়।

লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে মোট পাচটি টার্মিনাল থাকলে কোন জায়গায় কখনো থারি দেখা যায়না। কেবলই দীর্ঘ সারি বেধে আছেন যাত্রী ও তাদের অনসারীরা। আর এই বৃহৎ এয়ারপোর্টে সদ্য আবিস্কৃত হয়েছে গোপন আন্ডারগ্রাইন্ড টেন স্টেশন।  যা গত ২০০৮ সালে নির্মান করা হয়।

হিথ্রো এয়ারপোর্টের একজন কর্মকর্তা নাম এক্সেস ক্রিস জয়েসে জানান, এই স্ট্রেশনটি আগামী ২০২০ থেকে ২০৩০ সালের মধ্যে খুলে দেয়া হতে পারে। যদিও এটা অতি গোপন একটা বিষয় ছিল আমার জন্য। যা আমি বাইরের জন্য ফাস করে দিলাম। ভৌতিক এই স্টেশন টার্মিনাল ফাইভ হিসেবে ভবিষ্যতে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025