বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০১:৫০

সোহেল খানের ঘর ছাড়লেন সীমা খান

সোহেল খানের ঘর ছাড়লেন সীমা খান

বিনোদন ডেস্ক: বলিউডের নানা মহলে অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল সোহেল খান-সীমা দম্পতির টানাপড়েন নিয়ে। এবার সে গুঞ্জন ছাপিয়ে তৈরি হয়েছে নতুন খবর। সে খবরে জানা গেছে, সম্প্রতি বান্দ্রার ‘খান ম্যানসন’ ছেড়ে নিজের বাবা-মায়ের সঙ্গে থাকতে শুরু করেছেন সীমা।

হঠাৎ এমন কী হল যে সোহেলকে ছেড়ে সোজা বাবার বাড়ি চলে গেছেন তিনি। বলিউডেরই নানা সূত্রে প্রকাশ-হঠাৎ নয়, বেশ কিছুদিন ধরেই সোহেলের সঙ্গে অভিনেত্রী হুমা কুরেশির ঘনিষ্ঠতা বাড়ছিল। কয়েকবার মুম্বইয়ের নানা জায়গায় তাদের একসঙ্গে নাকি দেখাও গিয়েছে। আর সোহেলের এসব কাজকর্ম মেনে নিতে না পেরেই বাড়ি ছেড়েছেন সীমা।

ওইসব সূত্রে দাবি করা হয়েছে, কয়েক দিনের মধ্যেই ডিভোর্সের কথাও ঘোষণা করবেন তিনি! তবে এত কিছুর পরও এ বিষয়ে মুখ খুলতে নারাজ হুমা। মুখ খোলেননি সীমাও। আর সোহেলতো দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন করলেই ভীষণ ক্ষেপে উঠছেন। তবে শুধু সোহেলই নন, শোনা যাচ্ছে সালমানও নাকি খুব চটেছেন! অবশ্য মিডিয়ার উপর নয়। চটেছেন হুমা কুরেশির উপর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
All rights reserved © shirshobindu.com 2012-2025