শীর্ষবিন্দু নিউজ: সিলেট সিটি করপোরেশন ১৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে পুন:নির্বাচনে আবদুল মুহিত জাবেদ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি ১২৪ ভোট বেশি পেয়ে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন্ জামায়াত সমর্থিত এই প্রার্থী। শনিবার বিকেল সোয়া ৫টার দিকে ভোট গণনা শেষে জাবেদকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষনা করা হয়।
জাবেদ টিউবওয়েল প্রতীক নিয়ে ২ হাজার ৫০১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামাল আহমদ পেয়েছেন ২ হাজার ৩৭৭। ভোট কেন্দ্রের সামনে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন। স্বত:স্ফূর্তভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল ৮ট থেকে কোন বিরতি ছাড়া বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
প্রসঙ্গত: গত ১৫ জুন অনুষ্ঠিত সিসিক নির্বাচনে এই দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় আজ এ ওয়ার্ডে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো। তবে এই দুই প্রার্থী ছাড়া আর কেউ অংশগ্রহণ করতে পারেন নি।
Leave a Reply