নিউজ ডেস্ক: উইম্বলডন টেনিসের পুরুষ এককের ফাইনালে টস করবেন ১১ বছর বয়সী পিংকি শঙ্কর। ভারতের অন্যতম দরিদ্র রাজ্য উত্তর প্রদেশে জন্মগ্রহণ করা পিংকি জন্মগতভাবে ঠোঁট কাটা রোগী। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেইন এর সহায়তায় এই রোগের চিকিৎসা করান পিংকি। তারপর বিশ্বের ৮০টি ঠোঁট কাটা রোগীদের চিকিৎসায় সহায়তাকারী এই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত নির্বাচিত হয় পিংকি।
ইতিহাস সৃষ্টি করতে যাওয়া পিংকির মাধ্যমে ঠোঁট কাটা রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্যই এই বিশেষ উদ্যোগ নিয়েছে স্মাইল ট্রেইন।
পিংকির সঙ্গে লন্ডন যাবেন সার্জন ডা. সুবোধ সিং। সুবোধ সিং পিংকির সার্জারি করান। ভারতে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার স্যার জেমস ভেবান তাঁর নিজ বাড়িতে পিংকির সম্মানে ডিনারের আয়োজন করেছেন। এর আগে পিংকিকে নিয়ে স্মাইল পিংকি নামে একটি অস্কার জয়ী ডকুমেন্টারি তৈরী করা হয়েছিল।
প্রসঙ্গত, ৭ জুলাই রোববার লন্ডনে এই ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফাইনালে লড়বেন স্কটিশ এ্যান্ডি মারে এবং সার্বিয়ান নোভা জকোভিচ।
Leave a Reply