শীর্ষবিন্দু নিউজ: থাইল্যান্ডের ফুকেট উপকূলে দুর্ঘটনাকবলিত এমভি হোপের উদ্ধার হওয়া পাঁচ নাবিক দেশে ফিরে এসেছেন রোবার রাতে। স্বজনদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে অশ্রুসজল চোখে বললেন উত্তাল সাগরে মৃত্যুর হাত থেকে তাদের বেঁচে ফিরে আসার গল্প।
এমভি বাক্সমুন নামের একটি জার্মান জাহাজে করে রোববার রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছান হোপের ডেক ক্যাডেট মোখলেছুর রহমান, চতুর্থ ইঞ্জিনিয়ার আবদুল হাকিম, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ ওসমান ও সাইফুল ইসলাম। জাহাজেই রাত কাটিয়ে সকালে একটি লাইটার জাহাজে করে পতেঙ্গার ১৫ নম্বর ঘাটে পৌঁছান তারা। চট্টগ্রামে জাহাজ মালিকদের পিঅ্যান্ডআই ক্লাবের প্রতিনিধি ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেডের মহিউদ্দিন আবদুল কাদের, জাহাজ কোম্পানির প্রতিনিধি এবং সাংবাদিকরা সকাল থেকেই সেখানে অপেক্ষায় ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে ঘাটে পৌঁছেই স্বজনদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন দুই নাবিক।বাকি তিনজনকেও কথা বলতে বলতে আবেগ আপ্লুত হতে দেখা যায়।
Leave a Reply