আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। বৃহস্পতিবার তার এই নিয়োগের আদেশ হয়। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিয়োগের আদেশে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে নিয়োগ প্রদান করা হল। এই দায়িত্ব পালনে তিনি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন এবং সভানেত্রীর কাছে জবাবদিহি করবেন।
প্রসঙ্গত: ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজার্ভারের সাবেক সম্পাদক ইকবাল সোবহান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি। তিনি বাসস’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যানও ছিলেন। ইকবাল সোবহান চার দশক আগে অবজার্ভারে স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। প্রকাশনা বন্ধের আগ পর্যন্ত এই পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। পবীণ এই সাংবাদিক নেতা ২০০৮ এর নির্বাচনে ফেনী সদরে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করেছিলেন, তবে পরাজিত হন। এই দায়িত্বটি অবৈতনিক বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ইকবাল সোবহান।
Leave a Reply