প্রযুক্তি আকাশ ডেস্ক: নতুন প্রযুক্তির পন্য বাজারে আসার আগেই অনেক ঘটনা ঘটে যায়। তথ্য চুরি বা গোপনে তথ্য ফাঁস করে দেয়ার মত কাজ গুলো হয়ে থাকে বর্তমান বিশ্বে। তেমনি ঘটনার শিকার হল আইফোনের নতুন সংস্করণ ৫এস মোবাইলটি। আগাম কিছু ছবি ফাঁস হয়েছে এই ফোনটির। যে কারনে ক্রেতা মনে নাড়া দিচ্ছে নতুন এক আইফোন মডেল। গবেষকদের মতামতের মাধ্যমে ধারণা করা হচ্ছে নতুন আইফোন ৫এস এ থাকবে ৪ ইঞ্চির ১১৩৬×৬৪০ রেজুলেশনের এগযো ডিসপ্লে, ১২ মেগা পিক্সেলের ক্যামেরা সহ ডুয়াল এলইডি ফ্ল্যাশ, ২জিবি র্যা ম, দ্রুতগতির প্রসেসর এবং কোয়াড-কোর পাওয়ারভিআর এসজিএক্স৫৪৪এমপিফোর জিপিইউ। সাথে আর থাকছে এনএফসি। প্রতিবারই আপেল তাদের ফোনের ক্ষেত্রে নতুন নতুন চমক দেয়। এবারও তার ব্যতিক্রম হবেনা। আগামীতে যে কোন সময় বাজারে আসবে এই ফোন।
সূত্র: সি-নেট
Leave a Reply