সুমন আহমদ: অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রিটিশ পরিবারের নতুন অতিথি এলেন কেট ও উইলিয়ামের ছেলে। পৃথিবীর আলোতে ভুমিষ্ঠ হলেন নতুন এই ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধীকারী।
সোমবার বিকাল চারটা ২৪ মিনিটে এই নতুন অতিথির আগমন ঘটে। এর আগে মা কেট উইলিয়ামকে বিকাল চারটার দিয়ে সেন্ট মেরি হাসপাতালে নেয়া হলে প্রসব বেদনায় কাতর ছিলেন তিনি। এসময় পুরো ব্রিটেন তাকিযে ছিলো লন্ডনের পাডিংটন হাসপাতালের দিকে।
শেষ খবর পাওয়া জানা যায় কেটের ছেলের ওজন 8lb 6oz. এবং মা ছেলে দুইজন সুস্থ আছেন্। এদিকে রানী তার সফর শেষ করে সোমবারই বাকিংহাম প্যালেসে এসে পৌছেছেন। প্যালেসের বাইরে টাঙ্গানো হয়েছে বিশেষ একটি বার্তা যা এই খুশির খবর দেখতে পারবেন সারা দেশবাসী।
[youtube id=”cQZKooDv1D8″ width=”600″ height=”350″]
Leave a Reply