শীর্ষবিন্দু নিউজ: সড়ক দুর্ঘটনায় নিহত গোলাম সবুর টুলুকে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানিয়েছেন সংসদ সদস্যরা। বরগুনা-২ আসনে সরকারদলীয় এই সংসদ সদস্য শুক্রবার ফরিদপুরে এক সড়ক দুর্ঘটনায় মারা যান।
শনিবার সকালে সংসদ ভবনে গোলাম সবুরের জানাজা হয়। জানাজার পরে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াতের কফিনে ফুল দেন। স্পিকারের পক্ষে ডেপুটি স্পিকার শওকত আলী, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার পক্ষে বিরোধীদলীয় প্রধান হুইপ ফুল দেন।
জানাজা দক্ষিণ প্লাজায় হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে স্থান পরিবর্তন করে তা হয় সংসদ ভবনের টানেলে। নিহতের পরিবারের সদস্যরাও জানাজায় অংশ নেন। প্রধানমন্ত্রী প্রয়াত সাংসদের স্ত্রী ও তিন সন্তানকে সান্ত্বনা দেন। গোলাম সবুরকে বনানী কবরস্থানে দাফনের কথা রয়েছে।
শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুর্দি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় পড়ে সাংসদ সবুরের গাড়ি। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় কুমার বসাক জানান, একটি কভার্ড ভ্যানকে জায়গা দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গোলাম সবুর নিহত ও চালকসহ বাকি চার আরোহী আহত হন।
Leave a Reply