শীর্ষবিন্দু নিউজ: হাইকোর্টের রায়ে যে কোন ফ্লাইটে হজ্জ্বে যেতে পারবেন হাজীরা। সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এ সংক্রান্ত আদেশ দিয়েছেন।
গত ২৪শে এপ্রিল সরকারের হজ সংক্রান্ত এক সভার সিদ্ধান্তে ২০১৩ সালে কেবল সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া অন্য এয়ারলাইন্সে হজযাত্রী পরিবহন করা হবে বলে জানানো হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে হজযাত্রী রেজাউল ইসলাম, আল মাহমুদ ট্রাভেলসের স্বত্ত্বাকারী আব্দুল কবির খান ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাধারণ সম্পাদক গত সপ্তাহে এই রিট আবেদন করেন। এ সংক্রান্ত আদেশে সরকারের ওই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে। বাংলাদেশ সরকার, ধর্ম সচিব ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিবকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
Leave a Reply