শীর্ষবিন্দু নিউজ: ঈদে ঘরমুখো মানুষ এখন ভুগছেন হরতাল আতঙ্কে। ঈদের পর জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের কারণে বাড়ি থেকে ঢাকা ফেরা নিয়ে অনিশ্চয়তায় পরেছেন ঘরমুখো যাত্রীরা।
যাত্রীদের অনেকেই অভিযোগ করে বলেন, আমরা পরিবার নিয়ে বাড়িতে যাচ্ছি। কিন্তু আবার ঢাকা ফিরবো কী করে, সেই চিন্তা করছি। কারণ ১২ ও ১৩ আগস্ট হরতাল। অথচ ১২ তারিখ থেকে অফিস শুরু হবে।
এদিকে শুক্রবার ভোর থেকেই গাবতলী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। নির্দিষ্ট সময়েই ছেড়ে গেছে উত্তর ও দক্ষিণবঙ্গগামী যাত্রীবাহী দূরপাল্লার বাসগুলো। তবে অনেকের মধ্যেই এ সময় হরতালের মাঝে ঢাকায় ফেরা নিয়ে উদ্বেগ লক্ষ্য করা গেছে।
Leave a Reply