প্রযুক্তি আকাশ ডেস্ক: আইপ্যাডের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। এখন অ্যাপলের জনপ্রিয় এ ট্যাবলেটের বাজারে ভাগ বসাতে শুরু করেছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেট। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ।
মার্কিন বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের গবেষকেরা জানিয়েছেন, গত এক বছরে ট্যাবলেট বাজারের ৫৩ শতাংশ দখল করেছে অ্যান্ড্রয়েড আর এ সময়ে ১৪ শতাংশ বাজার কমেছে আইপ্যাডের। বর্তমানে বাজারের মাত্র ৪ শতাংশ এখন আইপ্যাডের দখলে।
বিশেষজ্ঞদের অভিমত ছোট মাপের অ্যান্ড্রয়েড ট্যাবলেটের জনপ্রিয়তার কারণেই আইপ্যাডের বাজার কমছে। স্যামসাং, আমাজন, লেনোভো ও এসার মিলে গত এক বছরে অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বাজারে উন্নতি করেছে ২০০ শতাংশ। এসময় নয় ইঞ্চি মাপের চেয়ে ছোট ট্যাবলেট বিক্রি হয়েছে সবচেয়ে বেশি।
বাজার বিশ্লেষকেরা বলছেন, ছোট আকারের ট্যাবলেটগুলোকে এখন মূলধারার পণ্য হিসেবে গণ্য করা হচ্ছে।
Leave a Reply