মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৮:০৯

রিভিউ আইফোন অ্যাপস

প্রযুক্তি আকাশ ডেস্ক: জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়ান যখন ছোট ছিল তখন সে তার পিতা মাতাকে বলেছিল একটি মাইক্রোস্কোপ কিনে দিতে যেন সে দাঁতের প্লাক স্যাম্পল পরীক্ষা করতে পারে। যাই হোক, রায়ান অনেক বড় হয়ে গেলেও মানুষের দেহ ও প্রযুক্তির প্রতি আগ্রহে তার একটুও ভাটা পড়েনি। ফলাফল? রায়ান ‘ওয়ান অরা’ এমন একটি আইফোন অ্যাপস বানিয়েছেন যা কিছু বায়ো সেন্সরের মাধ্যমে মানুষের শরীরের মেটাবলিজম ও ব্লাড সার্কুলেশন সম্পর্কে সাথে সাথেই তথ্য জানাতে পারে। ব্যবহারকারীকে শুধুমাত্র অ্যাপের সাথে কম্প্যাটিবল ৭টি ব্লুটুথ নিয়ন্ত্রিত বায়োসেন্সরের যেকোন একটি ব্যবহার করলেই চলবে। অ্যাপসটি অসাধারণ চার্টের মাধ্যমে ব্যবহারকারীকে তার বডি সম্পর্কে সঠিক তথ্য জানাতে সক্ষম এবং সমস্যা দূর করার জন্য কি করা উচিত সেটাও জানাতে পারে।

কিন্তু দেহঘড়ির খবর জানার জন্য আরো অনেক তথ্যের দরকার হলেও রায়ানের অ্যাপটি কেন শুধুমাত্র মেটাবলিজম আর ব্লাড সার্কুলেশনের উপরই বেশি ফোকাস করল? কারণ এই দুইটি বিষয়ের তথ্য বিশ্লেষণ করলেই মানবদেহ কেমন চলছে তা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। মেটাবলিজম সম্পর্কে সজাগ মানুষ খুব সহজেই নিজের ওজন নিয়ন্ত্রণে রাখতে পারে আর ব্লাড সার্কুলেশনের তথ্য বিশ্লেষণ করলে হৃদরোগসহ অন্যান্য নানা অসুখ সম্পর্কে বহু আগেই ধারণা পাওয়া যায়।

ওয়ান অরা ৭টি বায়োসেন্সর সাপোর্ট করলেও বর্তমানে বাজারে প্রচলিত বেশ কিছু জনপ্রিয় বায়োসেন্সর যেমন নাইকির ফুয়েলব্যান্ড বা জোবনের আপ সাপোর্ট করেনা। এতে ব্যবহারকারীরা অ্যাপস ব্যবহারে অনীহা দেখাতে পারেন। তবে রায়ানের মতে এটা তো কেবল শুরু। খুব শীঘ্রই সব সমস্যার সমাধান হয়ে যাবে।

ছোট বেলায় রায়ানের ইচ্ছা ছিল ডাক্তার হবার। কিন্তু বড় হবার সাথে সাথে স্বপ্ন দেখেন স্বাস্থ্যখাতে অন্যরকম কিছু করার। এবং এই কারণেই তিনি অ্যাপস ডেভেলপমেন্ট ও ফার্মেসী বিভাগে কাজ করা শুরু করেন।

ওয়ান অরা শুধুমাত্র কোন বিচ্ছিন্ন ডাটা দেখায় না। বরং বিভিন্ন অ্যালগোরিদমের সাহায্যে আপনার স্বাস্থ্যের বর্তমান অবস্থা একদম সহজভাবে ফুটিয়ে তুলে। যেমন – ‘আপনি এখন ভীষণ ক্লান্ত’ বা ‘আজকে আপনি একদমই কোন কাজ করেননি।তাই একটু হেটে আসুন’ এরকম নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে প্রতিনিয়ত স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক করবে ওয়ান অরা। অন্যান্য হেলথ অ্যাপ্সের সাথে এর পার্থক্য হলো ওয়ান অরা ডিজাইন করা হয়েছে মানুষের লাইফ স্টাইল ও চাহিদার কথা মাথায় রেখে। একজন মানুষের জন্য ব্যায়ামের চেয়ে সে কতো ভালভাবে সারাদিন ক্লান্তি সামলাতে পারে বা রাতে কেমন ভাল ঘুমাতে পারে তা বেশি গুরুত্বপূর্ণ এবং ওয়ান অরা সেই কাজটিই করে।তাই যেকোন মানুষের জন্য ওয়ান অরা একদম পারফেক্ট।

সূত্রঃ ম্যাশেবল




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
All rights reserved © shirshobindu.com 2012-2025