শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৮:২২

টমি রবিনসনের ‘দেশপ্রেমিক পোশাক’ মুসলিম প্রধান বাংলাদেশে তৈরি

টমি রবিনসনের ‘দেশপ্রেমিক পোশাক’ মুসলিম প্রধান বাংলাদেশে তৈরি

নিজের ব্র্যান্ড ইউনিয়ন জ্যাক ছাপা পোশাক পরে ‘অভিবাসী হোটেলের’ সামনে প্রতিবাদে যাওয়ার আগে কি জানতে চান, সেগুলো কোথায় তৈরি?

ইসলামবিরোধী কর্মী টমি রবিনসন সম্প্রতি তার ‘ইউনাইট দ্য কিংডম (ইউটিকে)’ নামে পোশাক ব্র্যান্ডের প্রচারে ব্যস্ত। তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

লন্ডনের ডেইলি মেইল জানিয়েছে, তার প্রচারিত ‘দেশপ্রেমিক’ টি-শার্ট, ক্যাপ ও কি-রিং আসলে বাংলাদেশে তৈরি, বৃটেনে নয়। প্রোডাক্টগুলোর ট্যাগে স্পষ্ট লেখা- ‘মেড ইন বাংলাদেশ’। এগুলো এশিয়া থেকে ১৪ দিনের শিপমেন্ট শেষে ক্রেতাদের কাছে পৌঁছায়।

রবিনসনের আসল নাম স্টিফেন ইয়াক্সলি-লেনন। তিনি এক্সে তার ব্র্যান্ডের প্রচারণা চালাচ্ছেন আসন্ন ‘দেশপ্রেমিক’ ১৩ সেপ্টেম্বরের মার্চ উপলক্ষে। এই পোশাকগুলোর নির্মাতা সংস্থা হচ্ছে বেলজিয়ামের স্ট্যানলি/স্টেলা।

তাদের ১১টি সাপ্লাইয়ার বাংলাদেশে এবং একটি চীনে অবস্থিত- এ তথ্য দিয়েছে গত বছরের ফেয়ার ওয়্যার ফাউন্ডেশনের এক অডিট।

সেই রিপোর্টে বলা হয়, ব্রাসেলসভিত্তিক এই কোম্পানি বাংলাদেশি শ্রমিকদের ঘণ্টায় প্রায় ৩৬ পেনি (প্রায় ৫০ টাকার কম) মজুরি দেয় এবং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পূর্বে শোষণমূলক কারখানা পরিচালনার অভিযোগও ওঠে।

১৩ই সেপ্টেম্বরের র‌্যালির আগে রবিনসন এক ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি ঘাম ভেজা অবস্থায় জিমে তার ইউটিকে ব্র্যান্ডের টি-শার্ট পরে আছেন। তিনি লিখেছেন, গেট ইওর ইউটিকে অ্যান্ড মেগা মার্চ হেয়ার। অর্থাৎ এখান থেকে আপনার ইউটিকে ও মেগা পণ্য সংগ্রহ করুন।

এদিকে, ম্যানচেস্টার সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ইসরাইলের প্রবাস বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি তাকে মধ্য-অক্টোবরে ইসরাইল সফরের আমন্ত্রণ জানান। তখন  রবিনসন নিজেকে ‘ঠগ’ বলা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

চিকলি এক্সে লিখেছেন, টমি একজন সাহসী নেতা। তিনি উগ্রপন্থি ইসলামের বিরুদ্ধে ফ্রন্টলাইনে লড়ছেন। ইউরোপজুড়ে ইহুদিদের বিরুদ্ধে বাড়তে থাকা ইহুদিবিদ্বেষের সময়ে, নীরব না থাকা মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করা জরুরি।

টমি ইসরাইল ও ইহুদি জনগণের প্রকৃত বন্ধু। তিনি সত্য বলতে ও ঘৃণার মুখোমুখি হতে ভয় পান না। তবে জিউশ লিডারশিপ কাউন্সিল রবিনসনের সঙ্গে নিজেদের দূরত্ব বজায় রাখে।

তারা জবাবে লিখেছে, টমি রবিনসন একজন ঠগ। তিনি ব্রিটেনের সবচেয়ে নিকৃষ্ট দিকের প্রতীক। তার উপস্থিতি প্রকৃতপক্ষে যারা ইসলামি চরমপন্থা মোকাবিলা ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে কাজ করছেন, তাদের ক্ষতি করছে। মন্ত্রী চিকলি নিজেকে শুধু নামেই ‘প্রবাসমন্ত্রী’ প্রমাণ করেছেন।

আমাদের কঠিন সময়ে তিনি ব্রিটিশ ইহুদিদের বিশাল সংখ্যাগরিষ্ঠের মতামত উপেক্ষা করেছেন, যারা রবিনসন ও তার অবস্থানকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন। রবিনসন পাল্টা মন্তব্য করেন।

তিনি বলেন, নিজেকে রক্ষা করার ইচ্ছা আপনাকে ঠগ বানায় না, বরং আপনাকে একজন পুরুষ করে তোলে। আমার নিজের সুরক্ষার অধিকার আছে- যেমন ইসরাইলেরও আছে নিজেকে রক্ষা করার অধিকার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025