দুনিয়া জুড়ে ডেস্ক: দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ডুবোজাহাজ তৈরিতে সফল হল ভারত। শুক্রবার বিশাখাপত্তমে ভারতীয় নৌবাহিনীর ঘাঁটিতে পরীক্ষামূলক ভাবে আইএনএস আরিহান্ত নামে ডুবোজাহাজটিকে পানিতে নামানো হয়। দেখা যায় তা ঠিকভাবে কাজ করছে।
এ বিষয়ে প্রতিরক্ষা বাহিনীর প্রকৌশলীদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে গবেষণায় বিশাল পদক্ষেপ নিয়েছেন তারা। এই সাফল্য ভারতের বিজ্ঞানীদের প্রচেষ্টার ফল। এর ফলে ভারত পারমাণবিক ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেল।
এর আগে স্থলবাহিনী ও বিমান বাহিনীর হাতে পরমাণু অস্ত্র প্রয়োগের প্রযুক্তিগত ক্ষমতা থাকলেও সেই অর্থে নৌবাহিনীর প্রযুক্তিগত ক্ষেত্র পিছিয়ে ছিল। কিন্তু আরিহান্তের সাফল্যের পর আগামী দিনে গভীর সমুদ্র থেকেও শত্রু পক্ষের দিকে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করতে সক্ষম হবে ভারত।
এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন ও যুক্তরাজ্যের কাছেই শুধুমাত্র এ ধরণের ডুবোজাহাজ ছিল। এবার এই তালিকায় ভারতের নামও যুক্ত হল।
Leave a Reply