ফেরদৌস ফয়সাল: বেশ কয়েক বছর ধরেই দেখা যায়, ঈদের ছুটিতে অনেকেই দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় বেড়াতে যান। লম্বা ছুটি পেলে সেই সুযোগ অনেকেই কাজে লাগাতে চান আরও বেশি করে। ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার জন্য মানুষকে আকৃষ্ট করতে অনেক বেসরকারি ভ্রমণ আয়োজনকারী প্রতিষ্ঠান প্যাকেজ ট্যুর অথবা চাহিদামাফিক ভ্রমণের (টেইলরমেইড টুর) আয়োজন করে থাকে। বেড়াতে গিয়ে নিজেই থাকা-খাওয়ার জায়গা ঠিক করার ঝামেলায় অনেকে যেতে চান না। আবার সুন্দরবনসহ এমন অনেক জায়গা আছে, যেখানে নিজেদের ব্যবস্থায় যাওয়াটা ঝুঁকিপূর্ণ। সে ক্ষেত্রে সাহায্য নিতে পারেন পর্যটন সংস্থাগুলোর। জেনে নিন তাদের নানা ভ্রমণ প্যাকেজ সম্পর্কে। সরকারি-বেসরকারি পর্যটন সংস্থাগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্যাকেজ ট্যুরের তথ্য নেওয়া হয়েছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশন ঢাকা-বান্দরবান-ঢাকা, তিন দিন দুই রাত। ঢাকা-মৌলভীবাজার-সিলেট-ঢাকা, তিন দিন দুই রাত। ঢাকা-মহাস্থানগড়-পাহাড়পুর-বগুড়া-ঢাকা দুই রাত তিন দিন। ঢাকা-কক্সবাজার-ঢাকা দুই রাত তিন দিন। ওয়েব: www.parjatan.gov.bd
দ্য গাইড ট্যুরস লিমিটেড ঢাকা-সুন্দরবন-খুলনা, ৫ দিন, ১৪ হাজার ৫০০ ঢাকা। ঢাকা-শ্রীমঙ্গল-ঢাকা দুই রাত তিন দিন, ২০ হাজার টাকা। আরও আছে শীতলক্ষ্যা নদীতে নৌবিহার। ফোন: ৯৮৬২২০৫; ওয়েব: www.guidetours.com
দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড খুলনা-সুন্দরবন-খুলনা, তিন রাত চার দিন, ১১ হাজার টাকা। ফোন: ৮৮৩৪৭১৬ ওয়েব: www.bengaltours.com
হাতিল হলিডেজ দেশের বিভিন্ন স্থান ছাড়াও স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য সুইজারল্যান্ড ও ফ্রান্সে বেড়ানোর আয়োজন করেছে তারা। ফোন: ০১৭১১৫৩৭৭০২ ওয়েব: www.hatilholiday.com.bd
রিভার অ্যান্ড গ্রিন ট্যুরস ঢাকা-কক্সবাজার-ঢাকা, দুই রাত তিন দিন ছয় হাজার ৯০০ টাকা। ঢাকা-সেন্ট মার্টিন-ঢাকা, ঢাকা-সুন্দরবন-ঢাকা, চার রাত তিন দিন ১১ হাজার ৯০০ টাকা, ঢাকা-সিলেট-ঢাকা পাঁচ হাজার ৫০০ টাকা। ফোন: ৮৮২৯৬৯২, ০১৮১৯২২৪৫৯৩
অবকাশ পর্যটন লিমিটেড ঢাকা-সেন্ট মার্টিন-ঢাকা, চার রাত তিন দিন আট হাজার টাকা। ঢাকা-নিঝুম দ্বীপ-ঢাকা, চার রাত তিন দিন আট হাজার ৫০০ টাকা ঢাকা-সুন্দরবন-ঢাকা, চার রাত তিন দিন নয় হাজার টাকা। ঢাকা-কুয়াকাটা-ঢাকা, চার রাত তিন দিন সাত হাজার টাকা। ফোন: ০১৭১১১৭৩৪৩৪ ওয়েব: www.abakashparjatan.com
ইনসাইটা ট্যুরিজম ঢাকা, কক্সবাজার, বান্দরবান ঘুরে আসার সুযোগ দিচ্ছে ইনসাইটা ট্যুরিজম। ওয়েব: www.incitaa.com
সান অ্যান্ড সি ঢাকা থেকে কক্সবাজার, সেন্ট মার্টিন, টেকনাফ-সেন্ট মার্টিনে বেশ কয়েকটি প্যাকেজ আছে। ঢাকা-সুন্দরবন-ঢাকা প্যাকেজও আছে। দেশের বাইরেও প্যাকেজ রয়েছে। ওয়েব: www.sunandseabd.com
ম্যাপেল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-সেন্ট মার্টিন-ঢাকা, ঢাকা-সুন্দরবন-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা ইত্যাদি। দেশের বাইরেও প্যাকেজ রয়েছে।
ওয়েব: www.mapletoursbd.com
Leave a Reply