দুনিয়া জুড়ে নিউজ ডেস্ক: চীনা জনগণের মধ্যে নগ্ন বিয়ের প্রচলন বাড়ছে। সম্প্রতি দেশটিতে পরিচালিত এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে বলে দাবি করেছে একটি সংস্থা। চীনা গণমাধ্যমের খবরের বরাত দিয়ে বার্তা সংস্থা আইএএনএসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিদেশী সংবাদ মাধ্যম জানিয়েছে, চীনের মানুষের কাছে ‘নগ্ন’ বিবাহের কদর বাড়ছে দিন দিন। নগ্ন বিবাহে মনের টান বেশি বাড়ে বলেই মনে করতে শুরু করছেন দেশটির তরুণরা। এই নগ্ন পদ্ধতিতে গত দুই মাসে প্রায় দেড় লক্ষ চীনা নাগরিক বিয়ে করেছেন।
তাই ইদানিং সুন্দর পোশাক পরে, দামি আংটি পরে বিয়ে করতে যাওয়াটা পছন্দের তালিকায় থাকছে না চীনাদের। দ্যা নেকেড ম্যারেজ বা নগ্ন বিবাহ শব্দটি এখন তাদের কাছে সুপরিচিত। এর মানে হল, কোনো বাড়ি, গাড়ি, হিরের আংটি এবং বিয়ের উপযুক্ত জমকালো পোশাক ছাড়াই বিয়ে করা। এই ধরনের বিয়েতে ছবি তোলা আর বিয়ের রেজিস্ট্রার ছাড়া আর কোন আনুষ্ঠানিকতা নেই। ফলে মধ্যবিত্ত পরিবারের লোকদের বিয়ে করার খরচ কমে যাচ্ছে অনেকখানি।
Leave a Reply