বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:৩৬

হারিয়ে গেছে শতাধিক পাসপোর্ট

হারিয়ে গেছে শতাধিক পাসপোর্ট

 

 

 

 

 

 

 

 

 

সরকারি প্রতিষ্ঠান জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে ১২২টি পাসপোর্ট ভিসাসহ খোয়া গেছে। বায়রাভুক্ত দুটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পাসপোর্ট নিয়ে বিএমইটিতে গিয়েছিল। তা উদ্ধারে চেষ্টা চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

জানা যায়, বিদেশগামীদের ছাড়পত্রের জন্য ওই পাসপোর্টগুলো বিএমইটি কার্যালয়ে নিয়ে গিয়েছিল টাওয়ার ট্রেড ও ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি। পাসপোর্টভর্তি ব্যাগটি বিএমইটি কার্যালয়ের একটি কক্ষে রেখে সংশ্লিষ্ট ব্যক্তি দুই মিনিটের জন্য পাশের কক্ষে গিয়েছিলেন। ফিরে আর ব্যাগটি পাননি। এজন্য মামলা দায়ের করা হয়েছে।

বিএমইটির পরিচালক সুত্রে জানা যায়, ভিডিওচিত্রে দেখা গেছে একটি লোককে ব্যাগ (পাসপোর্টসহ) নিয়ে যেতে দেখা যাচ্ছে। তবে তাকে স্পষ্ট চেনা যাচ্ছে না। আমরা সর্বাত্মক চেষ্টা করছি, যেন তারা পাসপোর্টগুলো পেয়ে যান। তিনি আরো বলেন, পাসপোর্ট হারানোর ঘটনায় রমনা থানায় মামলা হয়েছে, তা তদন্ত করছেন উপপরিদর্শক মিজানুর রহমান।

এর মধ্যে ইতালির তিনটি, ওমানের ৮৩টি, বাহরাইনের ১০টি ও কাতারের ২৩টি ভিসাসহ পাসপোর্ট ছিল বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান টাওয়ার ট্রেড ইন্টারন্যাশনালের’ ব্যবস্থাপনা পরিচালক ইসহাক খান।

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার মহাসচিব আলি হায়দার সংবাদমাধ্যমকে বলেন, রোববার বিকালে তাদের দুটি রিক্রুটিং এজেন্সির পাসপোর্ট কাকরাইলে বিএমইটি কার্যালয় থেকে হারিয়ে যায়।

 

কিভাবে এই পাসপোর্ট হারাল, তা জানতে ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র পর্যবেক্ষণ করছে পুলিশ।

 

ভিডিওচিত্র দেখে ইসহাক খান বলেন, “একটি লোককে ব্যাগ (পাসপোর্টসহ) নিয়ে যেতে দেখা যাচ্ছে। তবে তাকে স্পষ্ট চেনা যাচ্ছে না।”

 

 

মামলায় বলা হয়েছে,

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি ব্যাগ পাওয়া গেছে। তবে তাতে কোনো কাগজপত্র পাওয়া যায়নি।”

তবে তিনি বলেন, “কোনো এজেন্সি কিংবা অন্য কোনো পক্ষ হয়রানি করতে পাসপোর্টগুলো নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024