যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে তাজুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ১৬ আগস্ট (শুক্রবার) সকালে ছেলেকে স্কুলে দিয়ে ফেরার সময় থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। এক ছেলে এক মেয়ের বাবা তাজুল ইসলাম (৪৭) শারীরিক অসুস্থতার কারণে কোনো কাজ করছিলেন না।
পরিবারের সদস্যরা জানান, লস এঞ্জেলসের নিউ হ্যাম্পশায়ার এভিনিউর বাড়ি থেকে বাসে করে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে গিয়েছিলেন তাজুল। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পুরো পরিবার বিপর্যস্ত হয়ে পড়েছেন তাজুলের ১৫ বছর বয়সী মেয়ে।
তাজুলের মেয়ে জানান, তার বাবা ভুল ওষুধের প্রতিক্রিয়ায় অসুস্থ হয়ে প্রায় দুই বছর ধরেই কোনো কাজ করতে পারছিলেন না। তিনি মানসিকভাবেও কিছুটা বিপর্যস্ত ছিলেন। নিখোঁজ হওয়ার দিন তার স্ত্রী আলেয়া বেগম কাজে ছিলেন। চার দিনেও স্বামীর কোনো সন্ধান না পাওয়ায় ভেঙে পড়েছেন তিনি। পুলিশকে বিষয়টি জানানো হলেও এ পর্যন্ত তারা কোনো তথ্য জানাতে পারেনি। স্বামীর সন্ধানে হাসপাতালগুলোতেও ছুটছেন আলেয়া বেগম। ১১ বছরের ছেলেটিও ভেঙে পড়েছে। তিনি আরো জানান, নিখোজ হওয়ান সময় তার বাবা নীল চেক শার্ট ও খাকি প্যান্ট পরেছিলেন। লস এঞ্জেলসে তথা গোটা যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের প্রতি তাজুল ইসলামকে খুঁজতে সহায়তা দেওয়ার জন্য আহ্বান জানান তার ১৫ বয়সী এই মেয়ে।
Leave a Reply