স্বদেশ জুড়ে ডেস্ক: জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটিতে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকাকে আহ্বায়ক এবং যুগ্ম সমবায় বিষয়ক সম্পাদক মোবারক হোসেন আজাদকে সদস্য সচিব করা হয়েছে। আহ্বায়ক ও সদস্য সচিবকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ৩ মাসের মধ্যে জাতীয় সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছাসেবক পার্টির কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply