১১ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে তিন মামলায় জামিন পাওয়ার পাঁচ দিন পর সোমবার সকাল ১১টা ১২ মিনিটে কারাগার থেকে মুক্তি পেয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনি। ঢাকা কেন্দ্রীয় কারাগার কাশিমপুর পার্ট-২ এর সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির রনির মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।
২০ জুলাই সাংবাদিক নির্যাতনের ঘটনায় গোলাম মাওলা রনির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ২১ জুলাই তিনি আদালত থেকে জামিন লাভ করেন। এরপর বাদীর আবেদনের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি হলে ২৪ জুলাই সাংসদ রনিকে গ্রেফতার করে আদালতে হাজির করে পুলিশ। বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুর না করে রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রনিকে প্রথমেই কাশিমপুর কারাগার পার্ট-২ এ রাখা হয়। ফলে গত ঈদুল ফিতর কারাগারেই কাটাতে হয় সরকারি দলের এই সংসদ সদস্যকে। ১১ সেপ্টেম্বর উচ্চ আদালত রনির তিনটি মামলায় জামিন মঞ্জুর করেন। উচ্চ আদালতের জামিনের পর ঢাকা ও পটুয়াখালী আদালতের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সময় লাগায় মুক্তির বিষয়টি বিলম্বিত হয়।