গ্যালারী থেকে ডেস্ক: উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ। আনন্দে হাসছে লক্ষ-কোটি ক্রিকেটপ্রেমী। এ আমার বাংলাদেশ, এ আমার অহংকার। আজ আর বুক ফুলিয়ে বলতে নেই কোনো মানা।
বহু প্রতীক্ষার, বহু আশার ফল ঘরে তুলেছে লাল-সবুজের পতাকাবাহীরা। গড়েছে নতুন ইতিহাস। জুটেছে হাজারও বাহবা। হবে না কেনো, আজকের আগে ওজিদের বিপক্ষে চারটি টেস্ট খেলে, চারটিতেই হেরেছে বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়া বধের গল্প লিখল টাইগাররা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশে। আজ বুধবার টেস্টের চতুর্থ দিনেই তাইজুলের আঘাতে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংস। ২০ রানের জয় তুলে নেয় টাইগাররা।