সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:২৬

জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান

জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান

বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে পরবর্তী সিরিজ থেকে খেলার সূযোগ পাচ্ছেন। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে এ তথ্যজানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

তিনি জানান, খেলার জন্য শারীরিকভাবে ফিট থাকা সাপেক্ষে সাকিবকে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়া হবে। বোর্ড সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে।

একই সঙ্গে বিসিবি সাকিব আল হাসানকে কেন্দ্রীয়ভাবে নতুন করে চুক্তির প্রস্তাবও জানাবে বিসিবি। ক্ষমতাচ্যুত আওযামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে বিসিবি সরকারের সঙ্গে আলোচনা করবে বলেও তিনি জানান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললেও বাংলাদেশের সামনে আগামী সিরিজ মার্চ মাসে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সে সময় পাকিস্তানের ঢাকায় আসার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই সিরিজ দিয়েই সাকিব আল হাসান জাতীয় দলে ফিরবেন। ।

সাকিব দেশের হয়ে সর্বশেষ ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন কানপুরে। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর বিরুদ্ধে জনরোষ তৈরি হওয়ায় বিক্ষোভের শঙ্কা করেছিল বিসিবি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার কথা থাকলেও দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয় তাকে। সর্বশেষ দুবাই থেকে এক সাক্ষাৎকারে সাকিব জানান, তিনি দেশে ফিরতে চান এবং দেশে ফিরেই চেনা দর্শকদের সামনে বিদায় নিতে চান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025