হরতালে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় রাতভর অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২০ জন নেতাকর্মীদের আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা ও উপ-পুলিশ কমিশনার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মহানগর পুলিশের সব ক’টি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এদের মধ্যে রাতে ১৭ জন ও সকালে ৩ জনকে আটক করা হয়। জামায়াত-শিবিরের আটক করা নেতাকর্মীদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হবে বলেও জানান কমিশনার আইয়ুব।