প্রযুক্তি আকাশ ডেস্ক: শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা হিসেবে নতুন আইফোনে ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তি এনেছে অ্যাপল। সম্প্রতি হ্যাকাররা আইফোনের এই ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তির ত্রুটি বের করতে উঠেপড়ে লেগেছেন। কারণ? ত্রুটি বের করলেই যে পুরস্কার! খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের আইও ক্যাপিটাল নামের একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের উদ্যোক্তা আর্টুরাস রোজেনব্যাচার আইফোনের নিরাপত্তাত্রুটি বের করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন। তাঁর সঙ্গে এগিয়ে এসেছেন বেশ কয়েকজন মার্কিন কম্পিউটার নিরাপত্তা-বিশ্লেষক।
বিশ্লেষকদের একটি দল ঘোষণা করেছে, যিনি প্রথম আইফোনের ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তির নিরাপত্তাত্রুটি খুঁজে বের করতে পারবেন, তাঁর জন্য রয়েছে ১৩ হাজার মার্কিন ডলারসহ নানা পুরস্কার। বিশ্বের সব হ্যাকারকে আইফোনের ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তির ত্রুটি খুঁজে বের করার জন্য উত্সাহ দিয়েছেন রোজেনব্যাচার। আইফোনকে আরও সুরক্ষিত করতেই এ উদ্যোগ নিয়েছেন তিনি।
প্রযুক্তিবিশ্লেষকেরা জানান, বাজারে আসা নতুন পণ্যের নিরাপত্তা পরীক্ষা করতে হ্যাকাররা সব সময় নানা পরীক্ষা চালিয়ে ত্রুটি খুঁজে বের করেন।
রোজেনব্যাচার জানান, হ্যাকাররা মারাত্মক ত্রুটি খুঁজে বদনাম করার আগেই হ্যাকিং প্রতিযোগিতার মাধ্যমে ত্রুটি খুঁজে বের করে ব্যবস্থা নিলে আইফোন নিরাপদ থাকবে। ফোর্বস অনলাইনের এক খবরে বলা হয়েছে, এ ব্যাপারে হ্যাকাররা ইতিমধ্যে উঠেপড়ে লেগেছেন। ছোটখাটো দু-একটি ত্রুটির খোঁজও মিলছে। অবশ্য আইফোনকে ঘিরে হ্যাকারদের এই উত্সাহ নিয়ে অ্যাপল কোনো মন্তব্য করতে রাজি হয়নি।