শীর্ষবিন্দু নিউজ: প্রতিমন্ত্রীর মর্যাদা কেড়ে নেওয়া ও জাতীয় পতাকা না দেওয়ার প্রতিবাদে সরকারী গাড়ি ব্যবহার না করে মোটরসাইকেল ও রিক্সায় চড়ে অফিসে যাতায়াত করছেন রাজশাহী সিটি কর্পোরেশনে নতুন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
গত ১৮ই সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের প্রথম দিনই তিনি পায়ে হেঁটে নগরভবনে যান। পরে সন্ধ্যায় মোটরসাইকেলে চেপে বাড়ি ফেরেন। মেয়রের অভিনব এ প্রতিবাদকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিকমহলসহ সাধারণ নগরবাসী। গতকাল শনিবার মেয়র বুলবুল রিক্সাযোগে নগর ভবনে আসেন। শনিবার ১০.৫০ মিনিটে রিক্সাযোগে নগর ভবনে আসেন নতুন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। নগরভবনে এসে তিনি প্রাত্যহিক দপ্তরিক কাজ করেন। পরে তিনি কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে এক মতবিনিময় সভায় পরিচয় পর্বে মিলিত হন।
রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল তার প্রতিক্রিয়ায় বলেন, বিগত সময়গুলোতে মেয়ররা প্রতিমন্ত্রীর মর্যাদা ও সুযোগ সুবিধা পেয়ে আসছিলেন। কিন্তু এবারের পাঁচ সিটি নির্বাচনের পর সরকারের পক্ষ থেকে এই স্ট্যাটাস কেড়ে নেয়া হয়েছে।
মেয়র বুলবুল বলেন, সরকার রাজশাহীবাসীর সম্মানহানিও করেছে বলে আমি মনে করি। তাই নগরবাসীর প্রতি সম্মান জানিয়ে সরকারি গাড়ি ব্যবহার করছি না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যতদিন পর্যন্তসরকার প্রতিমন্ত্রীর মর্যাদা ও জাতীয় পতাকা ব্যবহার করার সুযোগ ফিরিয়ে দিচ্ছে ততদিন অবধি সরকারী গাড়ি ব্যবহারের কোন প্রশ্নই ওঠে না।