বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০১:৫৫

ঢাকা আসছেন না রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

ঢাকা আসছেন না রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাংলাদেশ সফরের আমন্ত্রণ ছিল। আগামী ২রা অক্টোবর রূপপুরে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তার অংশগ্রহণের জন্য দুদেশের মধ্যে আলোচনা ও চিঠি চালাচালিও হয়েছিল। কিন্তু তা ওই পর্যন্ত-ই। প্রক্রিয়া বেশী দূর এগোয়নি। বলাবলি আছে দেশটি সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমরাস্ত্র কেনার জন্য যে চুক্তি করেছিলেন সেটি বাস্তবায়নে কাংকিত অগ্রগতি না হওয়াই এর বড় কারণ। রাশিয়া অসন্তুষ্ট বলেও গণমাধ্যমে খবর বেরিয়েছে।

ঢাকাস্থ রাশিয়া দূতাবাসের তরফে অবশ্য এসব গুঞ্জন ও মিডিয়া রিপোর্ট প্রত্যাখ্যান করে তার না আসার কারণ ব্যাখ্যা করা হয়েছে। গতকাল এক অনুষ্ঠানে দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আনাতলী  ই দাবিদেনকো এক প্রশ্নের জবাবে বলেন, এসব অনুমান সত্য নয়। সত্য হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট এই সময়ে খুবই ব্যস্ত। দেশের একটি অংশে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। তাছাড়া সিরিয়া ইস্যুতেও ব্যস্ততা তো আছেই। তবে ওই উদ্বোধনীতে ‘রসাটম’ এর মহাপরিচালকের (মন্ত্রী পদমর্যাদার) নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেবে বলে নিশ্চিত করেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024