শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ৩ মাসের বদলে ৪৫ দিনের অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। এবং এই সরকারই সংবিধান মোতাবেক নিবার্চন সম্পন্ন করবে। এমন কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বলেছেন, নির্বাচন হবে। আর তা যথা সময়েই হবে। মাল মুহিত গত বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত ‘বাংলাদেশে অসাম্প্রদায়িক গণতন্ত্রের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করছিলেন।
এসময় তিনি বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার তীব্র সমালোচনা করে তিনি বলেন, তিনি দুইবারের প্রধানমন্ত্রী। অথচ একবারও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারেননি। তাই ‘আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না’- এমন কথা তার মুখে মানায় না। তিনি তাকে আয়নায় নিজের চেহারা দেখার পরামর্শ দেন। অর্থমন্ত্রী আগামী জাতীয় নির্বাচনে নিজের অংশগ্রহণের আগ্রহের কথা জানান। বলেন, আবারও আগামী নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। ২৪ শে অক্টোবরের পর রাজপথ দখলে নামবে বিএনপি- এমন হুমকি উড়িয়ে দেন তিনি।
অর্থমন্ত্রীর ভাষায়, বিএনপি যা বলছে তার কিছুই হবে না। তারা কিছুই করতে পারবে না। যত গর্জে তত বর্ষে না। তিনি গ্রামীণ ব্যাংক অতীতের চেয়ে এ মুহুর্তে অনেক ভালোভাবে চলছে বলে দাবি করে বলেন, ড. ইউনূসকে একটা সম্মানজনক পদ আমরা দিতে চেয়েছিলাম, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। তিনি নিজেই বিতর্ক সৃষ্টি করেছেন। বোর্ড সভা থেকে বের হয়ে যেয়ে মামলা করেছেন।