সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:৩৯

২৫ অক্টোবর ঢাকায় সমাবেশের পরিকল্পনা বিএনপির

২৫ অক্টোবর ঢাকায় সমাবেশের পরিকল্পনা বিএনপির

শীর্ষবিন্দু নিউজ: নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত আগামী ২৫ অক্টোবর থেকে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। রাজনৈতিক অঙ্গনে এই সময়ে আলোচিত দিন আগামী ২৫ অক্টোবর ঢাকায় জনসভার পরিকল্পনা করলো বিএনপি। এই জনসভায় খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন খালেদা জিয়া। আলোচিত এই সময়ে সরকারি দলের নেতাদের বক্তব্যে ২৫ অক্টোবর নিয়ে রাজনৈতিক অঙ্গনে সংঘাতের আশঙ্কার মধ্যে সেদিন ঢাকায় জনসভার অনুমতি চেয়ে বৃহস্পতিবার পুলিশের কাছে আবেদন করেছে বিএনপি।

এসব জনসভায় ২৪ অক্টোবরের পর দেশ অচল করে দেয়ার হুমকি দেন বিএনপি চেয়ারপারসন। এই হুমকির জবাবে জবাবে সংসদের চলতি অধিবেশন ২৪ অক্টোবরের পরও চালিয়ে যেতে বুধবার সংসদে দাবি তোলেন সরকারি দলের জ্যেষ্ঠ তিন সংসদ সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও মতিয়া চৌধুরী। বিএনপি দাবি করেছে, সংসদের শেষ অধিবেশনে নির্দলীয় সরকারের বিল এনে তা পাস করতে হবে। নইলে ভোটকেন্দ্রভিত্তিক সংগ্রাম পরিষদ গঠন করে নির্বাচন প্রতিহত করা হবে।

নির্বাচনের সময় সংসদের অধিবেশন বসার সুযোগ না থাকায় মনে করা হচ্ছে, চলতি ১৯তম অধিবেশনই নবম সংসদের শেষ অধিবেশন, যা ২৪ অক্টোবর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগের দায়িত্ব পালনের এই সময়টির সরকারকে অন্তর্বর্তী সরকার বলছেন ক্ষমতাসীন দলের নেতারা। সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে এখন সংসদের মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে আগামী সংসদ নির্বাচন হবে। এই সময়ে সরকারে থাকে আওয়ামী লীগ এবং সংসদও বহাল থাকবে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025