শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:১১

আন্দোলন দমাতে টর্চার স্কোয়াড গঠন করছে সরকার

আন্দোলন দমাতে টর্চার স্কোয়াড গঠন করছে সরকার

শীর্ষবিন্দু নিউজ: বিরোধী দলের আন্দোলন ঠেকাতে সরকার ‘টর্চার স্কোয়াড’ গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। রোববার দুপুরে রাজধানী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এ অভিযোগ করেন।

তিনি বলেন, আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি, বাতাসে খবর ভেসে আসছে- পুলিশ বাহিনীতে সরকারের অনুগত একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে একটি টর্চার স্কোয়াড গঠন করা হয়েছে। তাদের উদ্দেশ্য- আন্দোলন দমাতে এই স্কোয়াডের মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো। কেবল তাই নয়, এমনও শোনা যাচ্ছে- এটা কিলিং স্কোয়াডে পরিণত হতে পারে। এ ধরনের কিলিং স্কোয়াড গঠন খুবই উদ্বেগজনক।

রিজভী বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য শেষ চেষ্টা হিসেবে এসব করছে। তবে এসবে শেষ রক্ষা হবে না। হিটলারসহ বিশ্বের অনেক স্বৈরশাসক এ ধরনের স্কোয়াড করেছিল। কিন্তু তাদেরও শেষ রক্ষা হয়নি। তিনি বলেন, সরকারের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, লুটপাট, হত্যা, গুমের বিরুদ্ধে যখন জনগণ রুখে দাঁড়ানো শুরু করেছে তখন সরকার অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। তাদের হাতে শুধু বিরোধী দলীয় নেতাকর্মীরা নয়, সাংবাদিকসহ শান্তিপ্রিয় পেশাজীবী মানুষও নির্যাতিত হচ্ছে।

সাপ্তাহিক বুধবার ডটকমের সম্পাদক আমীর খসরুকে অপহরণের চেষ্টার নিন্দা জানিয়ে রিজভী আহমেদ বলেন, গত বৃহস্পতিবার মধ্য রাতে তার বাসার সামনে দুর্বৃত্তরা তাকে অপহরণের চেষ্টা চালায়। আমরা মনে করি, সরকার কর্তৃক এ ধরনের অপহরণের চেষ্টা চালানো হয়েছে। একজন সিনিয়র সাংবাদিকের যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা পাবে কিভাবে। সাংবাদিক আমীর খসরুর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তিনি।

রিজভী আহমেদ বলেন, আমরা প্রতিশোধ-প্রতিহিংসার মাধ্যমে নয়। জনগণকে নিয়ে রাজপথেই এই অত্যাচারের জবাব দেয়া হবে। বিভিন্ন  জনসভায় প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যকে ‘মিথ্যাচার’ আখ্যায়িত করে তিনি বলেন, মিথ্যা বয়ান দিয়ে সত্যকে আড়াল করা যাবে না। জনগণ এক নায়কের পতনে উদগ্রীব হয়ে আছে। সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরফত আলী সফু প্রমুখ উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025